বাংলা নিউজ > ঘরে বাইরে > দরজার ফাঁক দিয়ে স্ত্রীর দ্বিতীয় স্বামীকে নিশানা করে গুলি প্রথম পক্ষের,তারপর…

দরজার ফাঁক দিয়ে স্ত্রীর দ্বিতীয় স্বামীকে নিশানা করে গুলি প্রথম পক্ষের,তারপর…

দ্বিতীয় স্বামীকে নিশানা করে গুলি প্রতীকী ছবি (iStockphoto) (HT_PRINT)

সোহানকে প্রথমে স্থানীয় হাসপাতালে পাঠানো হয় । এরপর সেখান থেকে তাকে সফদরজং হাসপাতালে পাঠানো হয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক।

স্ত্রীর দ্বিতীয় স্বামীকে নিশানা করে গুলি করলেন প্রথম স্বামী। উত্তরপ্রদেশের মিরাটের ঘটনা। এনিয়ে ওই মহিলা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। তিনি সোহান নামে এক যুবককে সম্প্রতি বিয়ে করেছিলেন।এরপর বেগমপুর এলাকায় তিনি বসবাস করা শুরু করেন। তাঁর প্রথমপক্ষের দুজন সন্তানও রয়েছে। তাদের নিয়েই তিনি ওই গ্রামে বাস করতেন।

এদিকে পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে সোহান কাজ থেকে বাড়ি ফেরেন। তিনি গাড়িচালক হিসাবে কাজ করেন। ঘরের দরজাটা হালকা করে বন্ধ করা ছিল। আচমকাই কেউ যেন দরজাটা আস্তে করে খোলে। এরপর ফাঁক দিয়ে গুলি চালিয়ে দেয়। এরপর সোহানের কাঁধে গিয়ে গুলি লাগে। তিনি পড়ে যান।

এদিকে পুলিশকে ওই মহিলা জানিয়েছেন, আমি দেখেছি আমার প্রথম স্বামী রিঙ্কু ছুটে পালাচ্ছিল। তার হাতে পিস্তল ছিল। সে আমকেও খুন করার চেষ্টা করেছিল। কিন্তু সে রিঙ্কুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর চিৎকার শুরু করে দেয়। মহিলার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। ততক্ষণে ওই যুবক ছুটে পালায়।

সোহানকে প্রথমে স্থানীয় হাসপাতালে পাঠানো হয় । এরপর সেখান থেকে তাকে সফদরজং হাসপাতালে পাঠানো হয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক।

ওই মহিলার অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে। রিঙ্কুর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ, অস্ত্র আইনে মামলা করা হয়েছে। বাদশাপুর থানার পুলিশ গোটা ঘটনার তল্লাশি করছে। তবে শনিবার তাকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ।

বাদশাপুর থানার আধিকারিক মদনলাল জানিয়েছেন, আহত ব্যক্তির সঙ্গে কথা বলা যায়নি। তিনি এতটাই জখম যে তার সঙ্গে কথা বলা যাচ্ছে না। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। সে অপরাধের কথা স্বীকার করে নিয়েছে। তবে কেন সে এই কাণ্ড ঘটাল সেটা জানার চেষ্টা করছে পুলিশ।

তবে ওই মহিলার অভিযোগ তার প্রথম স্বামী এই ঘটনার সঙ্গে যুক্ত। তবে কি প্রতিহিংসাবশত তিনি এই কান্ড ঘটালেন? এর সঙ্গেই প্রশ্ন উঠেছে তিনি বন্দুক কোথা থেকে পেলেন?

তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে একেবারে পরিকল্পনা করেই এই কাজ করা হয়েছে। সোহান কখন কাজ সেরে বাড়ি ফিরবেন তার উপর সম্ভবত নজর রাখছিলেন রিঙ্কু। তারপরই তার উপর হামলা চালানো হয়। প্রশ্ন উঠছে তবে কি গোটা পরিবারকে খুন করার জন্য এসেছিল ওই যুবক? গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

 

বন্ধ করুন