বাংলা নিউজ > ঘরে বাইরে > ফের হিংসার ছক বাংলাদেশে, হবিগঞ্জে পুজো মণ্ডপে কোরান রাখতে গিয়ে গ্রেফতার যুবক

ফের হিংসার ছক বাংলাদেশে, হবিগঞ্জে পুজো মণ্ডপে কোরান রাখতে গিয়ে গ্রেফতার যুবক

হবিগঞ্জে পুজো মণ্ডপে কোরান রাখতে গিয়ে গ্রেফতার যুবক (ছবি সৌজন্যে টুইটার)

শুক্রবার দুুপুরে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারে অবস্থিত এক পুজো মণ্ডপে কোরান নিয়ে ঢোকার সময় স্থানীয়দের হাতে ধরে পরে অভিযুক্ত যুবক।

দুর্গাপুজোর সময় পুজো মণ্ডপে কোরান রেখে এসে সেই দোষ সংখ্যালঘু হিন্দুদের ওপর চাপানোর একটি ছক কষা হয়েছিল বাংলাদেশে। কুমিল্লার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বাংলাদেশে। এবার ঘটনাস্থল হবিগঞ্জ। জানা গিয়েছে কুমিল্লার মতো একই ছকে হবিগঞ্জ শহরের এক পুজো মণ্ডপে কোরান রেখে আসার ষড়যন্ত্র করেছিল বছর ২৫-এর এক যুবক। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, যুবকের নাম মিজান।

হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারে অবস্থিত এক পুজো মণ্ডপে কোরান নিয়ে ঢোকার সময় স্থানীয়দের হাতে ধরে পরে অভিযুক্ত যুবক। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা যায়, শুক্রবার দুপুর আড়াইটে নাদাগ ঘটনাটি ঘটেছে। বাংলাদেশি সংবাদমাধ্যমকে স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে এক সন্দেহভাজন যুবককে মণ্ডপের আশেপাশে ঘোরাঘুরি দেখেন তাঁরা। এরপরই সেই যুবককে নজরে রাখছিলেন স্থানীয়রা। যুবক একটি ব্যাগ নিয়ে যেই মণ্ডপে ঢোকার চেষ্টা করে, তখনই তাকে আটক করেন স্থানীয়রা। পরে খুঁজে একটি কোরান মেলে মিজানের ব্যাগ থেকে।

জানা গিয়েছে, অভিযুক্ত মিজান নোয়াখালি জেলার বেগমগঞ্জ উপজেলার লুয়াইতপুর গ্রামের বাসিন্দা। এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দৌস মোহাম্মদ বাংলাদেশি সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করছেন তাঁরা।

 

বন্ধ করুন