বাংলা নিউজ > ঘরে বাইরে > Gyanvapi Mosque Case: জ্ঞানবাপীর শিবলিঙ্গের বয়স কত? ASIকে বিরাট অনুমতি দিল আদালত, মোড় ঘুরে যেতে পারে

Gyanvapi Mosque Case: জ্ঞানবাপীর শিবলিঙ্গের বয়স কত? ASIকে বিরাট অনুমতি দিল আদালত, মোড় ঘুরে যেতে পারে

জ্ঞানবাপী মসজিদ থেকে বেরিয়ে আসছেন অনেকেই (PTI Photo)  (PTI)

হিন্দু ভক্তরা ওই স্ট্রাকচারকে শিবলিঙ্গ বলেই উল্লেখ করছেন বরাবর। তবে অঞ্জুমান মসজিদ কমিটি অবশ্য় এই স্ট্রাকচারকে ফোয়ারা বলে উল্লেখ করেছেন।

জ্ঞানবাপী মসজিদ মামলায় এবার নয়া মোড়। বলা যেতে পারে, অন্যতম বড় মোড়। এবার এলাহাবাদ হাইকোর্ট আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়াকে শিবলিঙ্গের বয়স নির্ধারনের জন্য কার্বন ডেটিং করার অনুমতি দিয়েছে। অনেকের মতে, নিঃসন্দেহে জ্ঞানবাপী মামলা কার্যত দাঁড়িয়ে আছে সন্ধিক্ষণে। ওই মন্দির চত্বরেই পাওয়া গিয়েছিল শিবলিঙ্গটি। এদিকে সেই শিবলিঙ্গের বয়স নির্ধারনের জন্য় এবার অনুমতি দিল আদালত।

তবে এর সঙ্গেই আদালতের তরফে বলা হয়েছে, কাঠামোর ক্ষেত্রে যাতে কোনও পরিবর্তন বা ক্ষতি না হয় সেটা দেখতেই হবে। এএসআইয়ের বিজ্ঞানভিত্তিক এই সমীক্ষার মাধ্যমে জানা যাবে ওই মসজিদ চত্বরে থাকা শিবলিঙ্গের বয়স কত?

এই মামলায় হিন্দুপক্ষের প্রতিনিধি বিষ্ণু শঙ্কর জৈন জানিয়েছেন, আদালতের সামনে এএসআই নানা ধরনের টেকনিক হাজির করেছিল।

বিচারপতি অরবিন্দ কুমার মিশ্রর বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। এদিকে এর আগে বারানসী হাইকোর্ট শিবলিঙ্গের বয়স নির্ধারনের আবেদন মানতে চায়নি। এরপর চারজন হিন্দু মহিলা এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে গিয়েছিলেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে এবার বড় নির্দেশ দিল আদালত।

বিভিন্ন সূত্রে খবর, এএসআই আদালতের কাছে একটি রিপোর্ট জমা দিয়েছিল। সেখানে জানানো হয়েছিল, ওই স্ট্রাকচারের সরাসরি কার্বন ডেটিং করা সম্ভব নয়। তবে শিবলিঙ্গের সঙ্গে সংযুক্ত উপাদানের প্রক্সি ডেটিংয়ের মাধ্যমে বয়স নির্ধারন করা সম্ভব।

রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, ওই স্ট্রাকচারটি পাঁচটি ভাগে বিভক্ত। রেডিও কার্বন ডেটিং করা যেতে পারে এক্ষেত্রে।

তবে এর আগে বারানসী হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশনামাকে সামনে এনে জানিয়েছিল শিবলিঙ্গ যেখানে পাওয়া গিয়েছে সেই জায়গাকে রক্ষা করা অত্যন্ত দরকার। আদালত জানিয়েছিল, বিজ্ঞানভিত্তিক সমীক্ষা করতে গিয়ে যদি কাঠামোর কোনও ক্ষতি হয় তবে সেটা শীর্ষ আদালতের নির্দেশকে লঙ্ঘন করা হবে।

এদিকে হিন্দু ভক্তরা ওই স্ট্রাকচারকে শিবলিঙ্গ বলেই উল্লেখ করছেন বরাবর। তবে অঞ্জুমান মসজিদ কমিটি অবশ্য় এই স্ট্রাকচারকে ফোয়ারা বলে উল্লেখ করেছেন।

 

পরবর্তী খবর

Latest News

বিকিনি পরে স্বামী নিকের সঙ্গে সূর্যে আলোয় গা ভিজিয়ে রোম্যান্টিক মোডে প্রিয়াঙ্ক অতিরিক্ত ছুটি না নেওয়ার বার্তা অফিসারদের, নথি তৈরি করে জমা পড়বে সুপ্রিম কোর্টে একটা কোলে, আরেকটা ঘাড়ে! ইয়ালিনি-ইউভানকে নিয়ে রাজের সানডে-ফানডে, ছবি দিল শুভশ্রী অভিজিৎ মণ্ডলের হয়ে সাওয়াল করায় শিয়ালদা আদালতে আইনজীবীদের বিক্ষোভের মুখে আইনজীবী মহমেডান নয়, মোহনবাগানে এলেন রেইস! রোনাল্ডোর দেশের ফুটবলার বাগানের সপ্তম বিদেশি… 'CM-র বাড়ি যাওয়ার আগে', জুনিয়র ডাক্তারদের 'কথা কাটাকাটির' অডিয়ো ফাঁস কুণালের ‘ত্রিপল গুলো একবার গুনে নেবেন’, লেখার পর পেলেন হুমকি, কিরণ লিখলেন,‘আমার কিছু…' 'সুন্দরীদের থেকে সাবধান', পড়ুয়াদের কেন এমন সতর্কবার্তা দিল চিন ‘ট্রেনের AC কোচে ঝরনার ব্যবস্থা!’ কেন্দ্রকে নিশানা কংগ্রেসের বাড়িতেই শরীরচর্চা করেন? সাহায্য করবে মালাইকা-কৃতির ওয়ার্ক আউটের ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.