বাংলা নিউজ > ঘরে বাইরে > Gyanvapi Mosque Carbon Dating: জ্ঞানবাপীর 'শিবলিঙ্গ'র কার্বন ডেটিং সম্ভব? জবাব দিতে ASI-কে ৮ সপ্তাহ সময় দিল HC

Gyanvapi Mosque Carbon Dating: জ্ঞানবাপীর 'শিবলিঙ্গ'র কার্বন ডেটিং সম্ভব? জবাব দিতে ASI-কে ৮ সপ্তাহ সময় দিল HC

জ্ঞানবাপী মসজিদ (HT_PRINT)

প্রসঙ্গত, জ্ঞানবাপীর অজুখানায় এক পাথরকে ‘শিবলিঙ্গ’ বলে দাবি করে মসজিদে মুসলিমদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়ে মামলা করা হয়েছিল বারাণসী আদালতে। এই আবহে 'শিবলিঙ্গে'র বয়স নির্ধারণের বিষয়টি গড়ায় উচ্চ আদালতে।

জ্ঞানবাপী মসজিদের অজুখানায় 'শিবলিঙ্গে'র বয়স নির্ধারণ করতে কার্বন ডেটিং সম্ভব কি না তা জানাতে আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়াকে আট সপ্তাহ সময় দিল এলাহাবাদ হাই কোর্ট। এদিন এএসআই-এর আইনজীবী হাই কোর্টকে জানান, 'শিবলিঙ্গে'র বয়স নির্ধারণে কার্বন ডেটিং সম্ভব কি না, তা জানাতে বিশেষজ্ঞদের আরও কিছুটা সময় লাগবে। এই আবহে জবাব দিতে এএসআই-কে ৮ সপ্তাহ সময় মঞ্জুর করেন বিচারপতি জেজে মুনির। এই মামলার আগামী শুনানি ২০ মার্চ এই। প্রসঙ্গত, জ্ঞানবাপীর অজুখানায় এক পাথরকে ‘শিবলিঙ্গ’ বলে দাবি করে মসজিদে মুসলিমদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়ে মামলা করা হয়েছিল বারাণসী আদালতে। এই আবহে 'শিবলিঙ্গে'র বয়স নির্ধারণের বিষয়টি গড়ায় উচ্চ আদালতে। (আরও পড়ুন: 'এটা পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন?' বিহারের জাতিগত জনগণনা নিয়ে মামলা শুনল না SC)

প্রসঙ্গত, জ্ঞানবাপী মসজিদে শিবলিঙ্গ থাকার দাবি করে সেখানে পুজো করার আবেদন জানিয়ে মামলা দায়ের হয়েছিল বারাণসী আদালতে। হিন্দু পক্ষের সেই দাবি খারিজ করে পালটা মামলার আবেদন জানানো হয়েছিল। সেই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। পরে সুপ্রিম নির্দেশে সেই মামলা ফিরে আসে বারাণসী আদালতে। বারাণসী দায়রা আদালতে বিচারক একে বিশ্বেসের একক বেঞ্চ জানিয়ে দেয় যে হিন্দু পক্ষের আবেদনের প্রেক্ষিতে মামলা এগোবে। মুসলিম পক্ষ অঞ্জুমানে ইন্তেজামিয়া কমিটির আবেদন খারিজ করেন বিচারক। জ্ঞানবাপী মসজিদ মামলায় বারাণসী জেলা আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যায় আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি। এরই মাঝে সেই পাথরের কার্বন ডেটিংয়ের দাবি উঠেছিল হিন্দু পক্ষের একাংশের তরফে। সেই দাবি অবশ্য খারিজ করে দেওয়া হয়েছিল বারাণসী দায়রা আদালতে। তবে কার্বন ডেটিং সংক্রান্ত মামলা এখন উচ্চ আদালতে।

প্রসঙ্গত, বারাণসী আদালত কার্বন ডেটিংয়ের আবেদন খারিজ করে রায় দেয়, ‘যদি কার্বন ডেটিং বা গ্রাউন্ড পেনিট্রেটিং রাডারের অনুমতি দেওয়া হয় এবং যদি 'শিবলিঙ্গ'-এর কোনও ক্ষতি হয় তবে সুপ্রিম কোর্টের আদেশের লঙ্ঘন হবে এবং এটি সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতেও আঘাত করতে পারে।’ সেই আদেশকে চ্যালেঞ্জ করে পিটিশন দাখিল করা হয়েছিল। এর আগে সময় মতো জবাবি হলফনামা দাখিল না করার জন্য আর্কিয়োলজিকাল সার্ভে অফ ইন্ডিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেছিল এলাহাবাদ হাই কোর্ট।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন