নানার রঙে চুল রাঙিয়ে তোলার ট্রেন্ড শুরু হয়েছে বহু দিন আগেই। তবে বার বার রঙ করানোর ফলে চুল ড্যামেজের আশঙ্কা তো থেকেই যায়। সে ক্ষেত্রে চুলের ট্রিটমেন্ট ব্যয় সাপেক্ষ বিষয়। তবে এখানে এমন কয়েকটি প্রাকৃতিক মাস্ক সম্পর্কে জানানো হল, যা ঘরোয়া উপায় সহজেই বানিয়ে ফেলা যাবে। এই মাস্ক ব্যবহারের ফলে রঙ করা চুলের মেরামতিও সহজ হবে।
১. ফ্যাট ও প্রোটিনে ভরপুর ডিম রুক্ষ চুলকে ময়শ্চারাইজ করার জন্য অত্যন্ত উপযোগী। আবার দইয়ের প্রোটিন চুলের শেকড় মজবুত রাখে ও উজ্জ্বল করে।
সামগ্রী- ২টি ডিম, ১ বড় চামচ মধু, ২ বড় চামচ দই
প্রণালী- দুটি কাঁচা ডিমের মধ্যে ১ বড় চামচ মধু ও ২ বড় চামচ দই মিশিয়ে ভালো ভাবে ফেটিয়ে নিন। চুলে লাগিয়ে ২০ মিনিট ছেড়ে দিন। এর পর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিন। চুলকে চটচটে না-করেই কন্ডিশনিং করে এই হেয়ার মাস্ক।
২. রুক্ষ ও ভাঙা চুলের জন্য অ্যালোভেরা খুবই উপকারী। এর ফলে চুল উজ্জ্বল হয় ও খুসকি থেকে মুক্তি পাওয়া যায়।
সামগ্রী- ৩ বড় চামচ দই, ৪ বড় চামচ অ্যালোভেরা, ২ বড় চামচ তেল।
একটি বাটিতে সমস্ত সামগ্রী ভালো ভাবে মিশিয়ে নিন। এর পর চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো ভাবে লাগিয়ে নিন। আধঘণ্টার পর হাল্কা গরম জল দিয়ে শ্যাম্পু করে ধুয়ে নিন। এর ফলে চুল মখমলি ও উজ্জ্বল হয়।