গাজা থেকে প্যালেস্তেনীয়দের কার্যত উৎখাত করার বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, প্যালেস্তেনীয়রা গাজায় থাকতে বাধ্য হচ্ছেন, কারণ - 'তাঁদের কাছে থাকার মতো আর কোনও বিকল্প জায়গা নেই' এবং সেই কারণেই তাঁরা গাজা ছেড়ে অন্য কোথাও যাচ্ছেন না!
মঙ্গলবার হোয়াইট হাউসে রীতিমতো সাংবাদিক সম্মেলন করে গাজা দখল করার উদ্ভট পরিকল্পনা প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প এবং তিনি জানান, গাজা দখল করার আগে সেখান থেকে প্যালেস্তেনীয় বাসিন্দাদের সরিয়ে দেওয়া হবে!
লক্ষ্যণীয় বিষয় হল, মঙ্গলবারই হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে জরুরি বৈঠক করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আর তারপরই গাজা নিয়ে তাঁর এই আজব সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প।
এমনকী, মার্কিন প্রেসিডেন্ট এও দাবি করেন যে প্যালেস্তেনীয়রা নাকি 'ভালোবেসেই গাজা ত্যাগ' করবেন! তাঁর এই দাবি শুনে আন্তর্জাতিক মহলে প্রবল বিতর্ক ও প্রতিক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট মহলের একাংশের আশঙ্কা, ট্রাম্প আসলে প্যালেস্তেনীয়দের নিজেদের মাটি ছাড়তে বাধ্য করে একটি আস্ত জাতিকেই মুছে ফেলার ষড়যন্ত্র করছেন!
ট্রাম্পের এই মন্তব্যের বিরোধিতায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছে হামাস। তাদের শীর্ষস্থানীয় এক আধিকারিক বলেন, মঙ্গলবার ট্রাম্প যা মন্তব্য করেছেন, তা আসলে 'বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রণালী (রেসিপি)'!
হামাস নেতা শামি আবু জুহরি একটি বিবৃতি প্রকাশ করে বলেন, 'আমরা মনে করছি, এটি (ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য) আসলে এই অঞ্চলে বিশৃঙ্খলা এবং অস্থিরতা সৃষ্টি করার একটি প্রণালী। গাজা স্ট্রিপে বসবাসকারী আমাদের লোকেরা এই পরিকল্পনা সফল হতে দেবে না।'
জুহরি বলেন, গাজায় সমস্যা মেটাতে 'যেটা দরকার, তা হল আমাদের লোকেদের বিরুদ্ধে দখলদারি এবং আগ্রাসন বন্ধ করা। উলটে তাঁদেরকে তাঁদেরই জমি থেকে উচ্ছেদ করা নয়।'
একই সুরে ট্রাম্পের মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন হামাসের আরও এক শীর্ষ আধিকারিক ইজ্জত আল-রিশক। আলাদা একটি বিবৃতি প্রকাশ করে তিনি বলেন, 'গত ১৫ মাস ধরে আমাদের লোকেদের বাস্তুচ্যুত করতে এবং তাঁদের নিজেদের জায়গা থেকে উচ্ছেদ করতে বোমাবাজি করা হচ্ছে। কিন্তু, সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে।'
রিশকের দাবি, 'তাঁদের (প্যালেস্তেনীয়দের) শিকর তাঁদের মাতৃভূমিতে বহু দূর বিস্তৃত। কেউ যদি মনে করে, সেই শিকড় উপড়ে ফেলবেন, তাঁদের মাতৃভূমি থেকে তাঁদেরকেই উচ্ছেদ করবেন, তাহলে সেই অপচেষ্টা সফল হবে না।'
কেন এমনটা করতে চাইছেন ট্রাম্প? তাঁর যুক্তি, গাজায় বসবাসকারী প্যালেস্তেনীয়দের প্রতিবেশী রাষ্ট্রগুলিতে থাকার ব্যবস্থা করে গাজার উন্নতিসাধন করা হবে। যাতে 'বিশ্ববাসী' সেখানে বসবাস করতে পারে!