২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে বহু মানুষকে হত্যা করেছিল প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী হামাস। কয়েকশো মানুষকে অপহরণ করেও নিয়ে গিয়েছিল হামাসের জঙ্গিরা। এরপর থেকে ২ বছর ধরে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ করে চলেছে ইজরায়েল। তাতে কয়েক হাজার সাধারণ মানুষেরও মৃত্যু ঘটেছে। মৃতদের একটা বড় অংশ আবার শিশু। এর মাঝে গোটা মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। হিজবুল্লা এবং হুথি জঙ্গি গোষ্ঠীর সঙ্গেও সংঘর্ষ হয় ইজরায়েলের। ইরানের সঙ্গেও সংঘাতে জড়িয়ে পড়েছিল ইজরায়েল। তবে ফের একবার মধ্যপ্রাচ্যে শান্তি ফিরতে পারে বলে আশা করা হচ্ছে।
এর আগে ট্রাম্প শান্তি প্রক্রিয়া মেনে নেওয়ার জন্য হামাসকে সময় বেঁধে দিয়েছিলেন। তারপরই ইজরায়েলি বন্দিদের মুক্তি দিতে প্রস্তুত বলে জানিয়ে দেয় হামাস। এই আবহে ইজরায়েলও গাজা থেকে সেনা পিছনে সরে আসার নির্দেশ দিয়েছিল। আর এবার আরবের সংবাদমাধ্যমগুলি রিপোর্ট করছে, হামাস ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি চুক্তিতে সই করতে প্রস্তুত। আজ, বৃহস্পতিবারেই মিসরে এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, দু'বছর ধরে চলা সংঘাতে ইতি টানতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মিলে সম্প্রতি ২০ দফার পরিকল্পনা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিকল্পনার অধীনে হামাসের হাতে বন্দি থাকা সকল মানুষকে মুক্তি দিতে হবে। ভবিষ্যতে গাজায় কোনও ভূমিকা থাকবে না এই জঙ্গি গোষ্ঠীর। বিনিময়ে ইজরায়েল প্রায় ২ হাজার প্যালেস্তিনীয় বন্দিকে মুক্তি দেবে। আর তারা গাজা দখল করবে না। তবে একটি বাফার জোন তৈরি করা হবে গাজার চতুর্দিকে। জানা গিয়েছে, এই চুক্তি সই করার ৪৮ ঘণ্টার মধ্যেই তাদের হাতে আটক থাকা সকল বন্দিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইজরায়েলও প্যালেস্তিনীয় বন্দিদের ছেড়ে দেবে। হামাস এই চুক্তি মেনে নেওয়ার খবর সামনে আসতেই ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এদিকে শোনা যাচ্ছে, এই চুক্তি স্বাক্ষরের আবহে ট্রাম্প ইজরায়েল সফরে যেতে পারেন।