বাংলা নিউজ > ঘরে বাইরে > কোবিন্দ-শাহ-রাহুল থেকে পুতিন-ওলি , ৭০ তম জন্মদিনে শুভেচ্ছাবার্তায় ভরে গেলেন মোদী

কোবিন্দ-শাহ-রাহুল থেকে পুতিন-ওলি , ৭০ তম জন্মদিনে শুভেচ্ছাবার্তায় ভরে গেলেন মোদী

মুম্বইয়ের রাস্তায় চলছে মোদীর ছবি আঁকা (ছবি সৌজন্য পিটিআই)

শুধু দেশ নয়, বিদেশ থেকেও জন্মদিনের শুভেচ্ছাবার্তা পেয়েছেন মোদী।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু থেকে শুরু করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি - ৭০ তম জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছাবার্তা পাঠালেন দেশ-বিদেশের অসংখ্য নেতা। 

বৃহস্পতিবার সকালে টুইটারে মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। নিষ্ঠা সহকারে ভারতের জীবন-মূল্য এবং গণতান্ত্রিক ঐতিহ্য পালনের ক্ষেত্রে আপনি আদর্শ তুলে ধরেছেন। আমার শুভেচ্ছা এবং ঈশ্বরের কাছে আমার প্রার্থনা, তিনি যেন আপনাকে সর্বদা আনন্দিত এবং স্বাস্থ্যবান রাখেন। যাতে দেশ আপনার অমূল্য সেবা পেতে থাকে।’

জন্মদিনে চিঠি পাঠিয়ে মোদীর ভূয়সী প্রশংসা করেছেন উপ-রাষ্ট্রপতি। তিনি বলেন, 'আপনার জন্মদিনের শুভেচ্ছা। দেশকে নয়া উচ্চতায় নিয়ে যেতে কঠোর পরিশ্রমের জন্য এই বিশেষ দিনে আপনাকে অভিনন্দন জানাচ্ছি।' ‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচি গ্রহণের জন্যও মোদীর প্রশংসা করেন উপ-রাষ্ট্রপতি।

৭০ তম জন্মদিনে মোদী-স্তুতি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একাধিক টুইটবার্তায় মোদীর সবথেকে আস্থাভাজন তথা মোদী সরকারের দু'নম্বর ব্যক্তি বলেন, ‘দেশের সেবা এবং গরিবের কল্যাণে নিয়োজিত সবথেকে জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা।’

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রথম মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বর্তমান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। টুইটারে তিনি বলেন, ‘জন্মদিনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানাই। তাঁর বিচক্ষণ নেতৃত্ব, দৃঢ় প্রত্যয় এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপের ফলে ব্যাপকভাবে লাভবান হয়েছে ভারত। গরিব ও প্রান্তিক মানুষদের ক্ষমতায়নের লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করে চলেছেন তিনি। তাঁর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।’

সংক্ষিপ্ত বার্তায় মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস রাহুল গান্ধীও। রাজনৈতিক রেষারেষি দূরে সরিয়ে রেখে টুইটারে রাহুল লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।’

শুধু দেশ নয়, বিদেশ থেকেও জন্মদিনের শুভেচ্ছাবার্তা পেয়েছেন মোদী। আর সেই তালিকার উপরের দিকেই আছেন রাশিয়ার প্রেসিডেন্ট। মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পুতিন বলেন, 'আপনার সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়া এবং দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিষয়ে একসঙ্গে কাজ করার দিকে তাকিয়ে আছি আমি।'

তাৎপর্যপূর্ণভাবে মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রীও। যিনি ঘরোয়া রাজনীতিতে ভারতের বিরুদ্ধে অবস্থান তো নিয়েছেন, ভারতীয় ভূখণ্ডের তিনটি জায়গাকে নেপালের মানচিত্রে অন্তর্ভুক্তও করেছেন। বৃহস্পতিবার সেই ওলি বলেন, ‘জন্মদিনের শুভ মুহূর্তে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার সুস্বাস্থ্য ও সুখের কামনা করছি। দু'দেশের সম্পর্ককে আরও মজবুত করতে আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাব।’

ঘরে বাইরে খবর

Latest News

RCB vs KKR, IPL 2024 Live: কোহলি দুর্গে নজরে গম্ভীর, লড়াই হবে শেয়ানে শেয়ানে ‘কষ্ট’ দূর করলেন মমতা! উপ-নির্বাচনে সায়ন্তিকাকে টিকিট দিল তৃণমূল, ভগবানগোলায় কে? নতুন ছবির কাজে কলকাতায় এলেন কাজল, সঙ্গী রণিত রায়! শ্যুটিং হবে বোলপুরেও ওষুধের দাম বৃদ্ধি, বেশি খরচ, বন্ধ সুযোগ- ১ এপ্রিল থেকে কী কী নিয়ম পালটে যাচ্ছে? ‘‌দেবাংশু বেড়ে পাকা, গাল টিপলে দুধ বেরবে’‌, চড়া সুরে আক্রমণ করলেন লকেট টাকা খেয়ে টেলিকম পলিসি বদলেছে সরকার, বিস্ফোরক মিম প্রধান ‘যখন আমি ডানা নিয়ে জন্মেছি, তখন হামাগুড়ি কেন দেব!’ কী বার্তা দিতে চাইলেন পিঙ্কি শীঘ্রই নক্ষত্র পরিবর্তন করবে শনি, ৪ রাশির বদলাবে সময়, কাজে আসবে গতি চাকরির আশায় ফের পরাগকে বিয়ে শিমুলের! কার কাছে কইয়ের গল্পে বিরক্ত দর্শক Summer Hair Care: বিকট চুলকোচ্ছে মাথা! চুলকানি কমাবে এই ঘরোয়া উপায়গুলো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.