ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিন ভারতের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'দীর্ঘ পথ চলার পর ১৯৪৭ সালের ১৫ অগস্ট স্বাধীনতা অর্জন করে মহাত্মা গান্ধীর অহিংসা এবং সত্যের বার্তা অনুসরণ করে। বিগত বেশ কয়েক দশক ধরে আমাদের দেশে একটি প্রাণবন্ত সমাজ গড়ে তুলেছেন ৪০ লক্ষ ভারতীয় বংশদ্ভূত মার্কিনিরা। তাঁরা আমাদের দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করে তুলেছেন।'
বাইডেন এদিন আরও বলেন, 'একসঙ্গে আমাদের উচিত গোটা বিশ্বকে দেখানো যে মহান এই দুই দেশ এই বৈচিত্রময় গণতন্ত্রের মাধ্যমে কীভাবে মানুষের কল্যাণের স্বার্থে কাজ করতে পারি। ভারত এবং আমেরিকাতে এবং গোটা বিশ্বে যাঁরা যাঁরা ভারতের স্বাধীনতা দিবস পালন করছেন তাঁধের আমি শুভেচ্ছি জানাচ্ছি। সাবধানে থাকুন। ভারতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।'
ভারত-আমেরিকার সম্পর্কের বিষয়টি তুলে ধরে বাইডেন আরও বলেন, 'গত এক বছরে আমাদের দেশ আরও কাছাকাছি এসেছে। কোভিড অতিমারী মোকাবিলায় আমরা নতুন পথ উদ্ভাবন করেছি। পাশাপাশি অস্ট্রেলিয়া, জাপানের সঙ্গে মিলে কোয়াডের মাধ্যমে আমকা কোভিড টিকা উত্পাদনের ক্ষেত্রে এগিয়েছি। তাছাড়া ইন্দো-প্যাসিফিকে শান্তি স্থাপনের লক্ষ্যে এগোচ্ছি আমরা।'