সারাবছরই আমাদের জীবনে তাঁরা থাকেন প্রবলভাবে। কখনও ভুল ধরিয়ে দেন, কখনও নতুন জিনিস শিখিয়ে দেন, কখনও বকুনি দেন, কখনও আবার স্নেহের সঙ্গে নিজের কাছে টেনে নেন। প্রত্যেকের জীবনেই শিক্ষকরাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষক দিবস হল সেই বিশেষ মানুষ-পথপ্রদর্শকদের আরও একবার শ্রদ্ধা জানানোর দিন।
তবে করোনাভাইরাস পরিস্থিতিতে এবার শিক্ষক দিবস একটু অন্যভাবেই কাটবে। সামনে গিয়ে শিক্ষকের সঙ্গে দেখা করতে না পারলেও ফোনে, হোয়্যাটসঅ্যাপে তাঁদের বার্তা পাঠান। সেজন্য রইল কয়েকটি বার্তা -
১) শুভ শিক্ষক দিবস স্যার/ম্যাডাম। আমার প্রণাম নেবেন।
২) শিক্ষক দিবসে আমার প্রত্যেক শিক্ষক-শিক্ষিকাকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। শুভ শিক্ষক দিবস।
৩) সমাজ গড়ার কারিগর হলেন শিক্ষক। আদর্শ শিক্ষকের হাত ধরেই তৈরি হয় আদর্শ ছাত্রছাত্রী। শুভ শিক্ষক দিবস।
৪) ছোটোবেলায় আপনার কাছে সেই বকুনি না খেলে এতদূর আসতাম না। সেদিন আপনি ভুল ধরিয়ে না দিলে আমি পথ হারিয়ে ফেলতাম। সেদিন আপনি যদি না থাকতেন, আমি বড় হতে পারতাম না। হারিয়ে যেতাম ভিড়ের মধ্যে। শুভ শিক্ষক দিবস স্যার/ম্যাডাম। ধন্যবাদ।
৫) শিক্ষক দিবসে সমস্ত শিক্ষক-শিক্ষিকাকে জানাই প্রণাম। তাঁরাই আমাদের সমাজকে গড়ে তুলেছেন।
৬) শুভ শিক্ষক দিবস বাবা-মা।
৭) আমার কাছে শিক্ষক কথার অর্থ হল আপনিই। জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া আপনার হাত ধরেই। আপনিই শিখিয়েছিলেন কীভাবে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। আরও একটা শিক্ষক দিবসে আপনাকে জানাই প্রণাম। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ স্যার/ম্যাডাম।
৮) Happy Teachers' Day to all parents and teachers.
৯) It’s been an utmost honour to be able to attend your classes; you taught us in the most possible friendly way! Thank you for being kind to us!
১০) Great inventors and leaders are not born. They are motivated and inspired to do great things by great teachers like you. Happy Teacher’s Day.
১১) Being a teacher isn’t like a 9 to 5 job, thanks for being available whenever we had a problem. Thanks for always making us feel that way! Happy teacher’s day!
১২) You have taught me many things in life, but the most important lesson I learnt is how to be a better person. Happy Teacher’s Day!
১৩) I feel extremely lucky that I have you as a teacher. Here’s wishing you a very Happy Teacher’s Day.
১৪) You taught us like a teacher, protected us like our parents and guided us like a mentor. You truly deserve this day so much. Happy teacher’s day to my most beloved teacher!
১৫) Teachers have to lead by example, and you have always been an excellent example to follow. As a student, I feel very grateful to have such a great mentor in my life. Happy Teacher’s Day!
১৬) Our parents gave us life and it was you who taught us how to live it. You introduced honesty, integrity, and passion to our character. Happy Teacher’s Day 2020!