বাংলা নিউজ > ঘরে বাইরে > HarGharTiranga: শিশুদের জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রীর মা, প্রতি ঘরে তেরঙা

HarGharTiranga: শিশুদের জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রীর মা, প্রতি ঘরে তেরঙা

জাতীয় পতাকা হাতে প্রধানমন্ত্রীর মা। (PTI Photo) (PTI)

ফ্ল্যাগ কোডও বর্তমানে বদলে ফেলা হয়েছে। যেখানে বলা হয়েছে, যেকোনও খোলা জায়গায় অথবা কারোর বাড়িতে, বিল্ডিংয়ে জাতীয় পতাকা রাখার ক্ষেত্রে কোনও সময়ের বাধা নিষেধ নেই। কোনও ব্যক্তি যাতে জাতীয় পতাকার সঙ্গে নিজেকে একাত্ম করতে পারেন সেকারণে যথেষ্ট কার্যকরী হবে এই হর ঘর তিরঙ্গা।

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী শনিবার প্রতিবেশী বাচ্চাদের মধ্যে জাতীয় পতাকা বিতরণ করলেন। হরঘর তিরঙ্গার কর্মসূচিকে ছড়িয়ে দিতে সামিল হলেন প্রধানমন্ত্রীর মা। এমনকী এই প্রচারকে এগিয়ে নিয়ে যেতে তিনি তাঁর আবাসনে জাতীয় পতাকাও উত্তোলন করেন। সংবাদ সংস্থার এএনআইয়ের ছবিতে দেখা যাচ্ছে চেয়ারে বসে আছেন তিনি। দুহাতে জাতীয় পতাকা। বাচ্চাদের হাতে তুলে দিচ্ছেন সেই পতাকা।

প্রতিবেশী বাচ্চারা তাঁর পাশে দাঁড়িয়ে পতাকা নাড়ছেন। প্রধানমন্ত্রীর মা জাতীয় পতাকা ওড়াচ্ছেন। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে এবার আসমুদ্র হিমাচলে হর ঘর তিরঙ্গার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ঘরে ঘরে তিরঙ্গা। পোস্ট অফিস, রেশন দোকানেও বিক্রি হচ্ছে জাতীয় পতাকা। এবার দেশবাসীর মধ্যে বাড়তি উৎসাহ। ১৩ অগস্ট থেকে ১৫ অগস্ট পর্যন্ত বাড়িতে জাতীয় পতাকা তোলার জন্য কেন্দ্রীয় সরকার দেশবাসীকে অনুরোধ করেছে। সেক্ষেত্রে ১৩ অগস্ট থেকে ১৫ অগস্ট পর্যন্ত কোনও ব্যক্তি বাড়িতে জাতীয় পতাকা প্রদর্শন বা জাতীয় পতাকা তুলতে পারেন।

এদিকে ফ্ল্যাগ কোডও বর্তমানে বদলে ফেলা হয়েছে। যেখানে বলা হয়েছে, যেকোনও খোলা জায়গায় অথবা কারোর বাড়িতে, বিল্ডিংয়ে জাতীয় পতাকা রাখার ক্ষেত্রে কোনও সময়ের বাধা নিষেধ নেই। কোনও ব্যক্তি যাতে জাতীয় পতাকার সঙ্গে নিজেকে একাত্ম করতে পারেন সেকারণে যথেষ্ট কার্যকরী হবে এই হর ঘর তিরঙ্গা।

বন্ধ করুন