খাটে বসে রয়েছেন অসহায় বয়স্ক মহিলা। তিনি পরিত্রাহি কান্না কাঁদছেন। আর তাঁকে ক্রমাগত মেরে চলেছেন এক কম বয়সী মহিলা। সদ্য ভাইরাল (এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) হওয়া এক ভিডিয়োয় জানা যাচ্ছে ,ওই বয়স্কা মহিলা একজন 'মা', ভিডিয়োয় যিনি তাঁকে অকথ্য অত্যাচার করছেন তিনি সম্পর্কে ওই মহিলার মেয়ে। এই ঘটনা হরিয়ানার। অভিযুক্ত রীতার বিরুদ্ধে তাঁরই সহোদর ভাই গিয়েছেন থানায়। দায়ের হয়েছে অভিযোগ।
সোশ্যাল মিডিয়ায় এক ভয়ানক দৃশ্যের ভিডিয়ো সদ্য ভাইরাল হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, মাকে ক্রমাগত চুলের মুঠি ধরে মারধর করছেন রীতা। এখানেই থেমে নেই তিনি। চলছে লাথি, থাপ্পড়, মারধর। জন্মদাত্রী বয়স্কা মাকে এভাবে ক্রমাগত অত্যাচার করতে রীতাকে ভিডিয়োয় দেখা যাচ্ছে। শুধু অকথ্য মারধর করে তিনি খান্ত নন! সঙ্গে মাকে কামড়াতেও দেখা যাচ্ছে রীতাকে। ততক্ষণে মেয়ের কাণ্ডে হতবাক, বেদনাক্লান্ত মা পরিত্রাহি কান্না কাঁদছেন। এদিকে, মাকে কামড়ে মেয়েকে বলতে শোনা যাচ্ছে, ‘মজা এসে গেল! আমি রক্ত চুষব’। জানা যাচ্ছে, ঘটনা হিসারের আজাদ নগরের। সেখানে সকেত কলোনিতে এই ঘটনা ঘটে যায়। মায়ের চুলের মুঠি ধরে মারার পর, খাট থেকে মাকে লাথি মেরে ফেলে দিতেও দেখা যায় রীতাকে। এদিতে, রীতার কাণ্ডে হতবাক তাঁর ভাই দ্বারস্থ হয়েছেন পুলিশের। রীতার ভাই অমরদীপের দাবি, বোন, সম্পত্তির লোভে এমন কাণ্ড করছে। পুলিশের দ্বারস্থ হয়ে অমরদীপ দাবি করেছেন, তাঁর মাকে তাঁর বোন আটকে রেখেছেন। অমরদীপের অভিযোগ মাকে মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করছে বোন। পুলিশ ইতিমধ্যেই রীতার বিরুদ্ধে কেস রেজিস্টার করেছে। ৩ মিনিটের ওই ভিডিয়োয় রীতার কাণ্ড ঘিরে বহু প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে, নিজের জন্মদাত্রী মাকে কেন এমনভাবে মারছেন রীতা?
অমরদীপের দাবি, ২ বছর আগে, রীতার সঙ্গে রাজগড়ের সঞ্জয় পুনিয়ার বিয়ে হয়। তারপর বাপেরবাড়ি ফিরে আসেন রীতা। এরপর মায়ের ওপর অত্যাচার শুরু হয়। রীতা মায়ের ওপর সম্পত্তির জন্য অত্যাচার করতে থাকেন বলে অভিযোগ অমরদীপের। তাঁর দাবি, রীতা নিজের স্বামীকেও সেই বাড়িতে রেখে দিয়েছেন। ইতিমধ্যেই ৬৫ লাখ টাকার এক পারিবারিক সম্পত্তির টাকা রীতা আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ অমরদীপের। যে বাড়িতে মাকে নিয়ে রীতা থাকেন, সেখানে ভাই অমরদীপকেও তিনি ঢুকতে দেননা বলে অভিযোগ। অমরদীপকে ভুয়ো কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি অমরদীপের।