বাংলা নিউজ > ঘরে বাইরে > Harbhajan Singh in Rajya Sabha: রাজনীতিতে হরভজন! AAP-এর টিকিটে সংসদে পা রাখতে পারেন ভাজ্জি,মিলবে আরও গুরুদায়িত্ব

Harbhajan Singh in Rajya Sabha: রাজনীতিতে হরভজন! AAP-এর টিকিটে সংসদে পা রাখতে পারেন ভাজ্জি,মিলবে আরও গুরুদায়িত্ব

হরভজন সিংকে রাজ্যসভায় পাঠাতে পারে আম আদমি পার্টি (পিটিআই) (PTI)

আম আদমি পার্টির জয়ের পরই হরভজন টুইট বার্তায় ভগবন্ত মানকে নিজের বন্ধু বলে অভিহিত করেছিলেন। 

পঞ্জাব নির্বাচনের আগে থেকেই হরভজন সিংয়ের রাজনীতিতে পদার্পণ নিয়ে জোর জল্পনা ছিল। এবার ভোট মিটতেই ফের হরভজনের রাজনীতিতে পা রাখা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন এই অফ স্পিনারকে আম আদমি পার্টি রাজ্যসভায় পাঠাতে পারে বলে জানা গিয়েছে। তাছাড়া আরও গুরুদায়িত্ব দেওয়া হতে পারে হরভজনকে। সূত্রের মতে, আম আদমি পার্টির সরকার হরভজনকে দায়িত্ব দিতে পারে রাজ্যের ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের। উল্লেখ্য, ভগবন্ত মান জলন্ধরে একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোট পর্বেই। সেই প্রতিশ্রুতি পূরণ করে তার দায়িত্ব দেওয়া হতে পারে হরভজনকে।

এর আগে ভগবন্ম মান জেতার পরই হরভজন টুইটারে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন। টুইট বার্তায় ভাজ্জি লিখেছিলেন, ‘আম আদমি পার্টি এবং আমার বন্ধু ভগবন্ত মানকে আমাদের নতুন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য অভিনন্দন .. শুনে খুব ভালো লাগল যে তিনি ভগৎ সিং-এর গ্রামে খটকারকালানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন... কী দৃশ্য ... মাতাজির জন্য এটি একটি গর্বের মুহূর্ত।’

উল্লেখ্য, পঞ্জাব বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির বিপুল জয়ের ফলে রাজ্যসভায় তাদের আসন সংখ্যা তিন থেকে বেড়ে আট হতে পারে। এই আসনগুলির জন্য দল শীঘ্রই প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে বলে জানা যাচ্ছে। সেই তালিকায় ভাজ্জিরও নাম থাকতে পারে বলে জানা গিয়েছে সূত্র মারফত। উল্লেখ্য, ১১৭ আসন বিশিষ্ট পঞ্জাব বিধানসভায় আম আদমি পার্টির বিধায়ক সংখ্যা বর্তমানে ৯২। পঞ্জাবে কংগ্রেস, অকালি দাঁড়াতেই পারেনি আপ ঝড়ের সামনে। এই আবহে হরভজনের মতো জনপ্রিয় ক্রীড়াবিদকে নিজেদের দলে টেনে পঞ্জাবে দলের জনপ্রিয়তাও বাড়াতে চাইবে আম আদমি পার্টি।

বন্ধ করুন