ভারতে রান্নার গ্যাসের দাম বেড়েছে। তবে তা বিশ্বব্যাপী স্তরের তুলনায় অনেকটাই কম। এমনই দাবি করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। তাঁর দাবি, নরেন্দ্র মোদী সরকারের 'মানবিক' নীতির কারণেই সেটা সম্ভব হয়েছে।
সোমবার টুইটারে একটি গ্রাফিক্স পোস্ট করেন কেন্দ্রীয় মন্ত্রী। তাতে পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, অস্ট্রেলিয়া, আমেরিকা এবং কানাডার গ্যাসের দাম দেখানো হয়েছে। তুলে ধরা হয়েছে ভারতের এলপিজি গ্যাস সিলিন্ডারের দামও (১,০৫৩ টাকা)। ভারতের ক্ষেত্রে দাম শুধুমাত্র 'সবুজে' দেখানো হয়েছে। বাকি দেশগুলিতে রান্নার গ্যাসের দাম বোঝাতে ‘লাল’ ব্যবহার করা হয়েছে গ্রাফিক্সে।
গ্রাফিক্স দেখিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী দাবি করেন, শুধু ভারতে নয়, পুরো বিশ্বেই রান্নার গ্যাসের দাম বেড়েছে। তবে মোদী সরকারের 'মানবিক' নীতির কারণে ভারতে রান্নার গ্যাসের দর তুলনামূলকভাবে কম বেড়েছে বলে দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, ‘মোদী সরকারের নাগরিকরা প্রথম নীতির কারণেই বিশ্বব্যাপী স্তরের থেকে ভারতে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি অনেকটা কম হয়েছে।’
আরও পড়ুন: Free LPG Cooking Gas Cylinder: শীঘ্রই বিনামূল্যে ৩ রান্নার গ্যাস সিলিন্ডার মিলবে বছরে, থাকতেই হবে একটি নথি
ভর্তুকি কম
একধাক্কায় এলপিজি সিলিন্ডারে ভর্তুকি কমিয়েছে কেন্দ্র। ২০২০-২১ অর্থবর্ষে ১১,৮৯৬ কোটি টাকা ভর্তুকি দিয়েছিল। ২০২১-২২ অর্থবর্ষে তা কমে ২৪২ কোটিতে ঠেকেছে। লোকসভায় দেওয়া তথ্যে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি বলেন, 'দেশে পেট্রোলিয়াম পণ্যের দাম আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল। এমন পরিস্থিতিতেও সরকার গার্হস্থ্য এলপিজির জন্য নিয়মিত মূল্য সংশোধন করেছে।'