বাংলা নিউজ > ঘরে বাইরে > CJI-যোগ নিয়ে বিতর্ক, করোনা মামলায় আইনি পরামর্শদাতার পদ থেকে অব্যাহতি নিলেন সালভে

CJI-যোগ নিয়ে বিতর্ক, করোনা মামলায় আইনি পরামর্শদাতার পদ থেকে অব্যাহতি নিলেন সালভে

ফাইল ছবি : টুইটার (Twitter)

দেশের করোনা পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলায় আইনি পরামর্শদাতার পদ থেকে অব্যাহতি চাইলেন আইনজীবী হরিশ সালভে। 'প্রধান বিচারপতিকে আমি স্কুল-কলেজ থেকে চিনি, এই পরিচিতির ছায়ার এমন একটা স্পর্শকাতর বিষয়ে আলোচনা হোক, তা আমি চাই না,' জানালেন তিনি।

গত বৃহস্পতিবার কোভিড-১৯ সংক্রান্ত স্বতঃপ্রণোদিত মামলায় মুখ্য আইনি পরামর্শদাতা হিসাবে নিয়োগ করা হয় আইনজীবী হরিশ সালভেকে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে এবং অপর দুই বিচারপতি এল নাগেশ্বরা রাও ও রবীন্দ্র ভাট এ বিষয়ে গতকাল নিজেদের মত পেশ করেন। তাঁরা জানান, এ বিষয়ে শুধুমাত্র হরিশ সালভে ও সলিসিটর জেনারেল তুষার মেহেতার পরামর্শ নেওয়া হবে।

তবে শুক্রবার কোর্টের কাছ থেকে এই দায়িত্বে অব্যাহতি চান সালভে। তিনি বলেন, 'এটি আদালতের সবচেয়ে স্পর্শকাতর একটি মামলা। আমি চাই না যে এতে আমার সঙ্গে প্রধান বিচারপতির স্কুল-কলেজের সময় থেকে পরিচয়টা কোনও প্রভাব ফেলুক।'

এর প্রত্যুত্তরে প্রধান বিচারপতি এস এ বোবদে জানান যে তাঁকে নিয়োগ করার মধ্যে কোনও ভুল নেই। কিন্তু এরপরেও নিজের সিদ্ধান্তে অনড় থাকেন সালভে। তিনি বলেন, 'আমি জানতাম না যে কোনও আইনজীবী কোন ধরনের ইন্ডাস্ট্রির হয়ে মামলা লড়েন, সেই হিসেবে বার বিভক্ত। আমায় দয়া করে অব্যাহতি দেওয়া হোক। আমি বেদান্তের হয়ে মামলা লড়ছি। দশ মিনিট আগেই আমাকে জানানো হয়েছিল। আমি এর পাশাপাশি আবার কিছু করতে চাই না। এখন পরিস্থিতি অনেকটাই আলাদা।' এরপরেই তাঁর অব্যাহতির আর্জি মেনে নেন প্রধান বিচারপতি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার খনিজ দ্রব্য উত্তোলক ও উত্পাদক সংস্থা বেদান্ত-র পক্ষের আইনজীবী হিসেবে কোর্টে ছিলেন হরিশ সালভে। তিনি জানান, তামিলনাড়ুর ঠুথকুণ্ডির স্টারলাইট প্ল্যান্ট-এ অক্সিজেন তৈরি করতে রাজি বেদান্ত। এর মাধ্যমে দেশে অক্সিজেনের জোগানে সাহায্য করা যাবে।

বেদান্ত-র এই উত্পাদন কেন্দ্রটি ২০১৮ সালে বন্ধ করে দেয় তামিলনাড়ু স্টেট পলিউশান কন্ট্রোল বোর্ড। প্লান্টটির প্রসারের সিদ্ধান্তের বিরুদ্ধে সেই সময়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন স্থানীয়রা। এরপরেই পাশ হয়েছিল বন্ধ করার সিদ্ধান্ত। গত বছর ডিসেম্বরে সুপ্রিম কোর্ট বেদান্তর কারখানা পুনরায় খোলার আবেদন খারিজ করে দেয়।

ঘরে বাইরে খবর

Latest News

শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন? ব্যক্তি মমতা নন, তাঁর রাজনীতিকে বোঝাতে চেয়েছি, মৃত্যুকামনা বললেন অভিজিৎ গাঙ্গুলি শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.