বাংলা নিউজ > ঘরে বাইরে > Harry and Meghan: বিপজ্জনক ‘গাড়ি ধাওয়া’ কাণ্ডের কবলে হ্যারি! সঙ্গে ছিলেন স্ত্রী মেগানও, কী ঘটেছে?

Harry and Meghan: বিপজ্জনক ‘গাড়ি ধাওয়া’ কাণ্ডের কবলে হ্যারি! সঙ্গে ছিলেন স্ত্রী মেগানও, কী ঘটেছে?

হ্যারি ও মেগান REUTERS/Andrew Kelly/File Photo (REUTERS)

 এক পুরস্করা বিতরণী অনুষ্ঠানে তাঁরা যান। সেই অনুষ্ঠান থেকে ফেরার পথে তাঁদের ধাওয়া করে মিডিয়ার গাড়ি। এদিকে, জানা গেল, গাড়ি ধাওয়া করার ঘটনায় খবই বিপজ্জনক পরিস্থিতির দিকে সদ্য যাচ্ছিলেন প্রিন্স হ্যারি। গাড়িতে তখন তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মেগান।

 ইংল্যান্ডের তৃতীয় রাজা চার্লসের রাজ্যাভিষেকের পর প্রথমবার জনসমক্ষে আসেন প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান। এক পুরস্করা বিতরণী অনুষ্ঠানে তাঁরা যান। সেই অনুষ্ঠান থেকে ফেরার পথে তাঁদের ধাওয়া করে পাপারাজ্জিদের গাড়ি। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।

 ১৯৯৭ সালে ৩১ অগস্টও রাস্তায় গাড়ি ধাওয়া করার জেরেই দুর্ঘটনার কবলে পড়েছিল হ্যারির মা তথা ইংল্যান্ডের তৎকালীন যুবরানি ডায়নার গাড়ি। সঙ্গে ছিলেন তাঁর বন্ধু ডোডি। এদিকে, জানা গেল, গাড়ি ধাওয়া করার ঘটনায় খবই বিপজ্জনক পরিস্থিতির দিকে সদ্য যাচ্ছিলেন প্রিন্স হ্যারি। গাড়িতে তখন তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মেগান। এর আগে বহুবার , রাজ পরিবারে পাপারাজ্জিদের অতিরিক্ত অনধিকার প্রবেশের অভিযোগ তোলেন হ্যারি। তিনি এই ঘটনাকে তাঁর মায়ের মৃত্যপর কারণ বলেও দায়ী করেছেন।

( মঞ্চে মুখ্যমন্ত্রী, ডায়াসের দিকে অসুস্থ সন্তানকে ছুড়ে ফেললেন বাবা! শিবরাজের জনসভায় প্রকাশ্যে এল করুণ কাহিনি)

( ‘মোটা চামড়ার হতে হবে’, মানহানি মামলায় গম্ভীরকে পরামর্শ কোর্টের)

১৯৯৭ সালের প্যারিস ও ২০২৩ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের ঘটনা, দুটিতেই ছিল পাপারাজ্জিদের প্রভাব। ডায়নার গাড়িকেও সেদিন ধাওয়া করে পাপারাজ্জিদের গাড়ি। কার্যত একই পরিস্থিতি তৈরি হয়, হ্যারি, মেগানদের সঙ্গে। অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পান হ্যারিরা। তবে ডায়না ও ডোডিরে সেদিনের সেই অভিশপ্ত রাতের দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছিল। উল্লেখ্য, মেগানের সঙ্গে বিয়ের পর রাজ পরিবারের দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছেন হ্যারি। এদিকে, এই ঘটনা ঘিরে ডিউক অফ সাসেক্সের মুখপাত্র জানিয়েছেন, ‘গত রাতে ডিউক, ও ডাচেস অফ সাসেক্স এবং মিস র়্যাগল্যান্ড এক বিপজ্জনক গাড়ি ধাওয়া কাণ্ডের কবলে পড়েন যেখানে খুব আগ্রাসী সাংবাদিকরা তাঁদের ধাওয়া করেন।’  জানানো হয়েছে, এই ঘটনা টানা ২ ঘণ্টা ধরে চলে। রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে বহুবার ধাক্কা লাগতে লাগতেও লাগেনি, গাড়ি কখনও ফুটপাথেও উঠে যায় , কখনও আবার নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট ঘটনা নিয়ে সরব হয়। সব মিলিয়ে আমেরিকার বুকে ভয়াবহ গাড়ি ধাওয়া কাণ্ড ২ ঘণ্টা ধরে চলে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

বন্ধ করুন