সদ্য হরিয়ানায় চরখি দাদরি এলাকায় বাংলার এক পরিযায়ী শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। সবির মালিক নামের ওই পরিযায়ী শ্রমিককে গোমাংস খাওয়ার সন্দেহে খুন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগ উঠছে একদল গোরক্ষকদের বিরুদ্ধে। এদিকে, ভোটমুখী হরিয়ানায় এই হত্যা নিয়ে এদিন মুখ খুললেন সেখানের মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি। হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেন, এই বিষয়টিকে ‘গণপিটুনি’ আখ্যা দেওয়া ঠিক নয়।
নায়াব সিং সাইনি বলেন, ‘গণপিটুনির মতো কিছু বলাটা ঠিক নয়। কারণ গো-রক্ষার জন্য বিধানসভায় কঠোর আইন করা হয়েছে এবং তাতে কোনো আপস নেই।’ তিনি একইসঙ্গে বলেন, ‘গ্রামবাসীদের গরুর প্রতি এতটাই শ্রদ্ধা যে তাঁরা যদি এমন কিছু জানতেও পারেন, তাহলে তাঁদের আটকাতে কে পারে? আমি বলতে চাই, এই ধরনের ঘটনা যেন না ঘটে এবং এসব ঘটনা দুর্ভাগ্যজনক।’
( 1 September Rashifal: কেমন কাটবে আগামিকাল? মাসের প্রথম দিন লাকি কারা! রইল ১ সেপ্টেম্বর ২০২৪র রাশিফল)
এদিকে, ইতিমধ্যেই হরিয়ানায় ওই শ্রমিকের হত্যা ঘিরে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়ছে। প্রসঙ্গত, গো মাংস ভক্ষণ হরিয়ানায় গুরুতর অপরাধ স্থানীয় গোরক্ষা আইনের আওতায়। পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক সবির মালিককে গত ২৭ অগস্ট গোমাংস ভক্ষণের সন্দেহে মারধর করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় অভিষেক, মোহিত, রবিন্দর, কমলজিৎ এবং সাহিল-সহ দুই কিশোর-সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার ধীরজ কুমার নিশ্চিত করেছেন যে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তরা বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছে। সবির মালিক মূলত, বান্ধরা গ্রামে কাজ করতেন। মূলত, কাগজ কুরিয়ে চলত দিনযাপন। তাঁকে খালি প্লাস্টিকের বোতল দেওয়ার লোভ দেখিয়ে একটি দোকানে ডাকা হয় বলে অভিযোগ। এরপরই চলে গণপিটুনি। পথচারীদের হস্তক্ষেপের পর, অভিযুক্তরা মালিককে অন্য জায়গায় নিয়ে যায় এবং তাঁকে আবার মারধর করে, ফলে তার মৃত্যু হয়।