সদ্য হরিয়ানা বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি। এবার সেখানে সরকার গড়ে তুলতে হবে। কংগ্রেস এখানে প্রধান বিরোধী দল। কংগ্রেস হেরে গেলেও হরিয়ানায় হাড্ডাহাড্ডি লড়াই করেছিল। সুতরাং সরকার এমন গড়ে তুলতে হবে যাতে বিরোধী দল অনায়াসেই যেন কবজা করতে না পারে। এই আবহে আগামী ১৭ অক্টোবর হরিয়ানা সরকার গড়তে চলেছে বিজেপি। আজ, শনিবার পঞ্চকুলায় তা গড়ে তোলা হবে বলে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে বিজেপি। আর এই সরকার গড়ার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শীর্ষনেতারা উপস্থিত থাকবেন বলে খবর।
এদিকে তৃতীয়বারের জন্য শপথগ্রহণ করবে হরিয়ানার নতুন বিজেপি সরকার। এক অফিসার জানান, পঞ্চকুলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। তার জন্য প্রস্তুতি চলছে। পঞ্চকুলার ডেপুটি কমিশনার যশ গর্গ জানান, এই অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে। প্রধানমন্ত্রী–সহ শীর্ষ বিজেপি নেতাদের পাশাপাশি এখানে উপস্থিত থাকবেন অন্যান্য রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রীরা। এই শপথগ্রহণ অনুষ্ঠান হবে পঞ্চকুলার দশেরা ময়দানে সকাল ১০টার সময়। শপথগ্রহণ অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা করতে ডিসির সভাপতিত্বে জেলা পর্যায়ে একটি কমিটি গঠন করা হয়েছে। হরিয়ানায় এবার বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ নয়াব সিং সাইনি।
আরও পড়ুন: ভোজ্য তেলের খুচরো দাম বেড়ে গেল অস্বাভাবিক, দুর্গাপুজোর মরশুমে নাভিশ্বাস গৃহস্থের
অন্যদিকে মনোহর লাল খট্টরকে সরিয়ে এই পদে আসেন সাইনি। এবার নির্বাচনে তিনি জিতেছেন। গত মার্চ মাসে এই পরিবর্তন ঘটে। তারপর হয়েছে বিধানসভা নির্বাচন। আর নয়াব সিং সাইনির নেতৃত্বে তৈরি হবে হরিয়ানার সরকার। নয়াব সিং সাইনি অন্যান্য অনগ্রসর শ্রেণির অন্তর্গত ব্যক্তি। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ক্ষমতায় ফিরলে সাইনিকেই হরিয়ানার মুখ্যমন্ত্রী করা হবে সেই ইঙ্গিত দেওয়া হয়েছিল। তাই তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন। বিজেপি এখানে কংগ্রেসের থেকে ১১টি আসন বেশি পেয়ে সংখ্যা দাঁড়িয়েছে ৪৮।
এছাড়া বিজেপি এখানে হ্যাট্রিক করল এবং ২০১৯ সালের থেকে ৮টি আসন বেশি পেল। কংগ্রেস জয়ী হয়েছে ৩৭টি আসনে। ২০১৯ সালে কংগ্রেস পেয়েছিল ৩১টি আসন। তবে হরিয়ানা নির্বাচনের এমন ফল মেনে নিতে পারছেন না কংগ্রেস নেতৃত্ব। তাঁরা গণনায় অনিয়মের অভিযোগ তুলেছেন। ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল দুটি আসনে জয়ী হয়েছে। তিনজন নির্দল প্রার্থীও জয়ী হয়েছেন। যাঁর মধ্যে রয়েছেন দেশের সবচেয়ে ধনী মহিলা প্রার্থী সাবিত্রী জিন্দাল। তিনজন নির্দল প্রার্থীই পরে বিজেপিকে সমর্থনের কথা জানান। এই অবস্থায় হরিয়ানায় বিজেপির আসন সংখ্যা বেড়ে হয়েছে ৫১টি।