বাংলা নিউজ > ঘরে বাইরে > Hate Speech: ছুরি ধার দিয়ে…,' মন্তব্য করে বিপাকে BJP MP প্রজ্ঞা ঠাকুর, হল FIR

Hate Speech: ছুরি ধার দিয়ে…,' মন্তব্য করে বিপাকে BJP MP প্রজ্ঞা ঠাকুর, হল FIR

বিজেপি এমপি প্রজ্ঞা ঠাকুর. (ANI Photo) (Sanjay Sharma)

বিজেপিএমপি প্রজ্ঞা সিং ঠাকুরের এই মন্তব্যকে কেন্দ্র করে তুমুল বিতর্ক দানা বাঁধে। তিনি উসকানি দিয়েছেন বলেও দাবি করা হয় বিরোধীদের তরফে।

কর্ণাটকের শিভামোগাতে ঘৃণাসূচক মন্তব্য করেছিলেন বিজেপি এমপি প্রজ্ঞা সিং ঠাকুর। এবার তাঁর বিরুদ্ধে হল এফআইআর। জেলা কংগ্রেস কমিটির নেতা এইচ এস সুন্দরেশের অভিযোগের ভিত্তিতে এই এফআইআর হয়েছে।তাঁর বিরুদ্ধে ১৫৩ এ, ১৫৩বি, ২৬ বি, ২৯৫ এ, ২৯বি, ৫০৪, ৫০৮ ধারায় মামলা হয়েছে।

ঠিক কী বলেছিলেন তিনি?

আসলে হিন্দু জাগরণের অনুষ্ঠানে তিনি ছুরি ধার দিয়ে রাখতে বলেছিলেন। তিনি সেদিন বলেছিলেন, বাড়িতে অস্ত্র রাখুন। কিছু না থাকলে তরকারি কাটার ছুরি রাখুন। ধার দিয়ে রাখুন। কখন কী পরিস্থিতি আসে বুঝতে পারবেন না। সকলের আত্মরক্ষার অধিকার রয়েছে। যদি কেউ আমাদের বাড়িতে জোর করে ঢোকার চেষ্টা করে, হামলা চালায়, তাদেরকে উপযুক্ত জবাব দেওয়াটা আপনাদের অধিকার।

তিনি বলেছিলেন, লাভ জেহাদ। তাদের জেহাদের একটা ট্র্যাডিশন রয়েছে। যদি কিছু না পায় তবে লাভ জেহাদ করে। যদি ভালোবাসে তবুও জেহাদ করে। আমরাও ভালোবাসি, ভগবানকে ভালোবাসি। সন্ন্য়াসীরা ভগবানকে ভালোবাসে।

এদিকে তৃণমূলের মুখপাত্র সাকেত গোখলে ও তাশিন পুনাওয়ালা এনিয়ে অভিযোগ করেছিলেন।

এদিকে বিজেপিএমপি প্রজ্ঞা সিং ঠাকুরের এই মন্তব্যকে কেন্দ্র করে তুমুল বিতর্ক দানা বাঁধে। তিনি উসকানি দিয়েছেন বলেও দাবি করা হয় বিরোধীদের তরফে।

এমনকী তিনি কেন বাড়িতে ছুরি ধার দিয়ে রাখতে বললেন তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। তবে এবার তাঁর এই বক্তব্যকে ঘিরে এফআইআর হল।

তবে এর আগেও তিনি এই ধরনের মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। শ্রদ্ধা হত্যাকাণ্ড নিয়ে সম্প্রতি মুখ খুলেছিলেন তিনি। সেই সময় তিনি বলেছিলেন, এটা হল লাভ জেহাদের একটা নমুনা। তাঁর মতে, কোনও হিন্দু এই ধরনের ঘটনা ঘটাতে পারবেন না। হিন্দু মেয়েদের এবার বোঝানোর সময় এসেছে যে নিজের সোসাইটির মধ্যেই বিয়ে করুন।

সাংবাদিকদের সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর জানিয়েছিলেন, ৩৫ টুকরো করে কেটে ফ্রিজে ভরে ফেলা হয়েছিল শ্রদ্ধার শরীর। লাভ জেহাদের বিষ ছড়াচ্ছে সমাজে। তাদেরকে সমাজ থেকে বাদ দেওয়া এটা আমাদের সকলের দায়িত্ব। এনিয়ে সচেতনতা বৃদ্ধি করা দরকার। কারণ হিন্দুরা এমন কাজ কখনও করতে পারেন না।

তাঁর মতে কেবলমাত্র লাভ জেহাদের অনুগামীরাই এসব কাজ করেন। সেকারণে সচেতন করতে হবে সমাজকে, আপনি হিন্দু, কেবলমাত্র হিন্দুদেরই বিয়ে করুন। এখন ভালোবাসা বলে আর কিছু নেই, এটা এখন জেহাদ হয়ে গিয়েছে।

 

বন্ধ করুন