বাংলা নিউজ > ঘরে বাইরে > HC on Gratuity and Loan Adjustment: ব্যাঙ্ক কর্মীর প্রাপ্য গ্র্যাচুইটি থেকে বকেয়া ঋণের টাকা কাটা যায় না, জানাল HC

HC on Gratuity and Loan Adjustment: ব্যাঙ্ক কর্মীর প্রাপ্য গ্র্যাচুইটি থেকে বকেয়া ঋণের টাকা কাটা যায় না, জানাল HC

ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ

ব্যাঙ্ক কর্মীর প্রাপ্য গ্র্যাচুইটি থেকে বকেয়া ঋণের টাকা কাটা যাবে না। কানাড়া ব্যাঙ্কের একটি আবেদন খারিজ করে দিয়ে এমনই পর্যবেক্ষণ করল কর্ণাটক হাই কোর্ট।

ব্যাঙ্ক কর্মীর প্রাপ্য গ্র্যাচুইটি থেকে বকেয়া ঋণের টাকা কাটা যাবে না। কানাড়া ব্যাঙ্কের একটি আবেদন খারিজ করে দিয়ে এমনই পর্যবেক্ষণ করল কর্ণাটক হাই কোর্ট। উল্লেখ্য, এর আগে আপিল কর্তৃপক্ষের নির্দেশে গ্র্যাচুইটি থেকে এক কর্মীর বকেয়া ঋণের টাকা কাটা বন্ধ করতে হয়েছিল কানাড়া ব্যাঙ্ককে। সেই প্রেক্ষিতে মামলা করে কানাড়া ব্যাঙ্ক। আর ব্যাঙ্কের সেই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সুরজ গোবিন্দরাজের সিঙ্গল বেঞ্চ জানিয়ে দেয়, গ্র্যাচুইটির টাকা থেকে বকেয়া ঋণের টাকা কাটা যায় না।

উচ্চ আদালত বলে, ‘ঋণের চুক্তি দ্বারা পরিচালিত হয়ে থাকে গৃহ ঋণ। উল্লিখিত চুক্তির পরিপ্রেক্ষিতে ঋণগ্রহীতার বিরুদ্ধে চুক্তি অনুযায়ী পদক্ষেপ করার সমস্ত অধিকার রয়েছে ব্যাঙ্কের। এদিকে পেমেন্ট গ্র্যাচুইটি অ্যাক্ট, ১৯৭২-এর ৭ নং ধারার অধীনে গ্র্যাচুইটির বিষয়টি সুরক্ষিত। এর কারণে ব্যাঙ্ক গ্র্যাচুইটি থেকে ঋণের অর্থ কাটতে পারে না।’

প্রসঙ্গত, ডি শ্রীমান্থা নামক এক ব্যক্তি ১৯৭৫ সালে কানাড়া ব্যাঙ্কে পিওন পদে চাকরি শুরু করেছিলেন। ১৯৮৭ সালে ক্লার্ক পদে তাঁর পদোন্নতি হয়। এই সময়কালে তিনি ব্যাঙ্কের থেকে গৃহঋণ নেন। সেই ঋণের সুদ সময়ে সময়ে তিনি চুকিয়ে দিচ্ছিলেন। ২০০৫ সালে শ্রীমান্থার বিরুদ্ধে বাজে আচরণের অভিযোগ আনা হয়। ২০০৬ সালে তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এরপর শ্রীমান্থা তাঁর গ্র্যাচুইটির টাকা চাইলে সেই আবেদন খারিজ করে দেয় ব্যাঙ্ক।

এরপর শ্রীমান্থা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানান। তখন কর্তৃপক্ষ বকেয়া ঋণের বিষয়টি উত্থাপিত করে তাঁর আবেদন খারিজ করে দেয়। তবে আপিল কর্তৃপক্ষের কাছে গেলে শ্রীমান্থার আর্জি গৃহীত হয়। ব্যাঙ্ককে সুদ সমেত শ্রীমান্থার গ্র্যাচুইটির টাকা ফেরত দিতে বলা হয়। সেই নির্দেশের বিরুদ্ধেই শীর্ষ আদালতে দ্বারস্থ হয় কানাড়া ব্যাঙ্ক। জানা গিয়েছে, শ্রীমান্থার গ্র্যাচুইটির টাকা থেকে ৮ লাখ ৮৫ হাজার ৪২০ টাকা ২৪ পয়সা গৃহঋণ বাবদ কেটেছিল ব্যাঙ্ক।

পরবর্তী খবর

Latest News

বীরভূমের বাসিন্দা পরিযায়ী শ্রমিকের গলাকাটা দেহ উদ্ধার, মহারাষ্ট্রে কাজ করতেন ‘অবসর শব্দটা অনেকে মজায় পরিণত করেছে, আমি সেরকম নয়’, আফ্রিদিদের খোঁচা রোহিতের… ‘সিপি ছাড়া পিসি যেন..’, কাঞ্চনের উপর রাগ থেকেই মমতাকে কটাক্ষ? তুলোধনা পিঙ্কিকে পড়ুয়াদের বিরুদ্ধে সন্দীপের হাতিয়ার ছিল 'যৌন হেনস্থা', সামনে আরও বিস্ফোরক অভিযোগ Afghanistan বনাম South Africa ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? 'আমার সময় দরকার ছিল...', দীর্ঘ ৯ বছরের বিরতির অবসান ঘটিয়ে বলিউডে ফিরছেন আদনান! মমতার নাম মুখেই আনলেন না, বন্যা মোকাবিলায় কার ওপর ভরসা রাখলেন শুভেন্দু? শ্রদ্ধার সামনে হার শাহরুখের! ভারতে জওয়ানের আয়কে ছাপিয়ে ইতিহাস গড়ল স্ত্রী ২ দুর্গাপুজোর উদ্বোধনে এবারেও কলকাতায় আসছেন অমিত শাহ!‌ কবে থাকছে বঙ্গ সফর?‌ 'বন্যা পরিস্থিতি অনেক জেলায়....', জুনিয়র ডাক্তারদের বৈঠকের আর্জিতে জবাব রাজ্যের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.