বাংলা নিউজ > ঘরে বাইরে > Parliament Winter session: 'গত ২০ বছরে এই কক্ষে তিক্ত অভিজ্ঞতা রয়েছে', সংসদের কোন ঘটনা নিয়ে বললেন দেবেগৌড়া?

Parliament Winter session: 'গত ২০ বছরে এই কক্ষে তিক্ত অভিজ্ঞতা রয়েছে', সংসদের কোন ঘটনা নিয়ে বললেন দেবেগৌড়া?

এইচডি দেবেগৌড়া

রাজ্যসভা ও লোকসভার স্পিকারদের কাছে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএসের সাংসদ দেবেগৌড়ার আর্জি, সাংসদদের তাঁদের সংশ্লিষ্ট সংসদীয় এলাকা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরার জন্য সঠিক সময় দিতে হবে কক্ষে।

বুধবার শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আর অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা প্রকাশ করে বার্তা দেন যাতে সংসদের দুটি কক্ষই বিনা বাধায় এগিয়ে যেতে পারে। সেই সূত্র ধরে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া বলেন, তিনি বহু তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন গত ২০ বছর ধরে সংসদের কক্ষে। আর সেই তিক্ত অভিজ্ঞতার সম্পর্কে তিনি নিজের অবস্থানও তুলে ধরেন।

রাজ্যসভা ও লোকসভার স্পিকারদের কাছে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএসের সাংসদ দেবেগৌড়ার আর্জি, সাংসদদের তাঁদের সংশ্লিষ্ট সংসদীয় এলাকা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরার জন্য সঠিক সময় দিতে হবে কক্ষে। ৮৯ বছর বয়সী এইচ ডি দেবেগৌড়া বলেন, ‘এই কক্ষে আমিই একমাত্র সদস্য যে সবচেয়ে বেশি তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে গত ২০ বছর ধরে। আমি অনেক সময়ই কক্ষে নির্ধারিত সময়ে বলার সময় সমস্যা বোধ করেছি। গ্রামীন ভারত থেকে আসা এক চাষি হিসাবে আমি চাষিদের সমস্যা তুলে ধরতে অনেক সময় নিয়ে নিজের বক্তব্য রাখতাম। তুলে ধরতাম দেশের প্রান্তিক এলাকার ঘটনা। ’এককালে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে আসীন ছিলেন এই কন্নড় নেতা। জেডিএসের সেই সাংসদ দেবেগৌড়ার দাবি, এই শীতকালিন অধিবেশনে আরও সময় দিতে হবে সাংসদদের তাঁদের বক্তব্য তুলে ধরতে।

সাংসদদের কথা বলার সময় নিয়ে মুখ খুলে দেবেগৌড়া বলেন, ‘মাত্র ২ থেকে ৩ মিনিট সময় দেওয়া হয় বলার জন্য। যদি এটি আমার জন্য় খুবই বাজে অভিজ্ঞতা কক্ষে। আমি অনুগ্রহ পূর্বক আবেদন করছি যাতে কক্ষ আরও একবার বিবেচনা করে প্রদেয় সময় নিয়ে। এবং নেতাদের নিজেদের বিষয় নিয়ে বলতে সময় দেওয়া হয়।’

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন