বাংলা নিউজ > ঘরে বাইরে > HDFC Bank FD Interest Rates: এক সপ্তাহে ২ বার FD-তে সুদের হার বৃদ্ধি HDFC ব্যাঙ্কের, কতদিন টাকা রাখলে কত লাভ?

HDFC Bank FD Interest Rates: এক সপ্তাহে ২ বার FD-তে সুদের হার বৃদ্ধি HDFC ব্যাঙ্কের, কতদিন টাকা রাখলে কত লাভ?

HDFC Bank FD Interest Rates: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এইচডিএফসি ব্যাঙ্ক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

HDFC Bank FD Interest Rates: একাধিক মেয়াদের ক্ষেত্রে এফডিতে সুদের হার বাড়ানো হয়েছে। যে নয়া সুদের হার ১৭ জুন (শুক্রবার) থেকে কার্যকর করেছে ভারতের বৃহত্তম ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)।

ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)। দু'কোটি টাকার নীচে একাধিক মেয়াদের ক্ষেত্রে এফডিতে সুদের হার বাড়ানো হয়েছে। যে নয়া সুদের হার ১৭ জুন (শুক্রবার) থেকে কার্যকর করেছে ভারতের বৃহত্তম ব্যাঙ্ক। অর্থাৎ এক সপ্তাহের মধ্যে দু'বার সুদের হার বাড়ানো হল।

এইচডিএফসি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার (HDFC Bank FD Interest Rates)

সাতদিন থেকে ১০ বছরের মধ্যে বিভিন্ন মেয়াদে ফিক্সড ডিপোজিটে টাকা রাখতে পারবেন এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহকরা। তেমনই কয়েকটি মেয়াদের ক্ষেত্রে সুদের হার বাড়ানো হয়েছে। সাত দিন থেকে ২৯ দিনের মেয়াদে সুদের হার ০.২৫ শতাংশ বাড়িয়েছে বেসরকারি ব্যাঙ্ক। ৩০ দিন থেকে ৯০ দিন, ৯১ দিন থেকে ছয় মাস এবং ছয় মাস একদিন থেকে নয় মাসের একদিনের মেয়াদের ক্ষেত্রেও সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। বিভিন্ন মেয়াদে এইচডিএফসি ব্যাঙ্কের এফডিতে নয়া সুদের হার দেখে নিন -

  • ৭ দিন থেকে ১৪ দিন: ২.৭৫ শতাংশ।
  • ১৫ দিন থেকে ২৯ দিন: ২.৭৫ শতাংশ। 
  • ৩০ দিন থেকে ৪৫ দিন: ৩.২৫ শতাংশ। 
  • ৪৬ দিন থেকে ৬০ দিন: ৩.২৫ শতাংশ। 
  • ৬১ দিন থেকে ৯০ দিন: ৩.২৫ শতাংশ। 
  • ৯১ দিন থেকে ৬ মাস: ৩.৭৫ শতাংশ। 
  • ৬ মাস ১ দিন থেকে ৯ মাস: ৪.৬৫ শতাংশ। 
  • ৯ মাস ১ দিন থেকে ১ বছরের কম: ৪.৬৫ শতাংশ। 
  • ১ বছর: ৫.৩৫ শতাংশ। 
  • ১ বছর ১ দিন থেকে ২ বছর: ৫.৩৫ শতাংশ। 
  • ২ বছর ১ দিন থেকে ৩ বছর: ৫.৫ শতাংশ। 
  • ৩ বছর ১ দিন থেকে ৫ বছর: ৫.৭ শতাংশ। 
  • ৫ বছর ১ দিন থেকে ১০ বছর: ৫.৭৫ শতাংশ।

বন্ধ করুন