কয়েকটি মেয়াদের ফিক্সড ডিপোজিটের (এফডি) ক্ষেত্রে সুদের হার বাড়াল HDFC ব্যাঙ্ক। তিন কোটি টাকার কম মূল্যের এফডির ক্ষেত্রে (কয়েকটি মেয়াদ) সুদের হার ২০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। যা কার্যকর হয়েছে বুধবার (২৪ জুলাই) থেকেই। তার ফলে সর্বোচ্চ সুদের হার দাঁড়িয়েছে ৭.৪ শতাংশ। যা সাধারণ নাগরিকদের প্রয়োজ্য হবে। আর প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সেই সুদের হার দাঁড়িয়েছে ৭.৯ শতাংশ। সাধারণ নাগরিকদের যে হারে সুদ প্রদান করা হয়, তার থেকে ০.৫ শতাংশ বেশি হারে সুদ পেয়ে থাকেন প্রবীণ নাগরিকরা।
কোন কোন মেয়াদের FD-তে সুদ বাড়াল HDFC ব্যাঙ্ক?
১) ২ বছর ১১ মাস থেকে ৩৫ মাস: আগে সুদের হার ছিল ৭.১৫ শতাংশ। সেটা বাড়য়ে ৭.৩৫ শতাংশ করা হল।
২) ৪ বছর ৭ মাস থেকে ৫৫ মাস: সেই মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেও সুদের হার ২০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। সেই পরিস্থিতিতে এখন থেকে ৭.৪ শতাংশ হারে সুদ মিলবে।
HDFC ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার
(বিশেষ দ্রষ্টব্য: ৩ কোটি টাকার কম মূল্যের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার)।
কোন মেয়াদের FD-তে সুদের হার সবথেকে বেশি?
HDFC ব্যাঙ্কের নয়া তালিকা অনুযায়ী, যাঁরা ৪ বছর ৭ মাস থেকে ৫৫ মাসের মেয়াদের ফিক্সড ডিপোজিট করবেন, তাঁরা সর্বোচ্চ হারে সুদ পাবেন। যে গ্রাহকরা ওই মেয়াদে এফডি করবেন, তাঁদের প্রাপ্ত সুদের হার হবে ৭.৪ শতাংশ। আর প্রবীণ নাগরিকরা ৭.৯ শতাংশ হারে সুদ পাবেন বলে HDFC ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে।