বাংলা নিউজ > ঘরে বাইরে > HDFC bank hikes interest on loan- ঋণের ওপর সুদের হার বৃদ্ধি করল এই ব্যাঙ্ক! আপনি জানেন তো?

HDFC bank hikes interest on loan- ঋণের ওপর সুদের হার বৃদ্ধি করল এই ব্যাঙ্ক! আপনি জানেন তো?

ফাইল ছবি : মিন্ট (MINT)

বর্তমানে এক মাসের MCLR ৭.৫৫%। তিন মাস এবং ছয় মাসের MCLR যথাক্রমে ৭.৬০% এবং ৭.৭০%।

ঋণের ওপর সুদের হার ৩৫ বেসিস পয়েন্ট (bps) বৃদ্ধি করল HDFC ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের সুদের হার বৃদ্ধির প্রেক্ষিতে এই পদক্ষেপ।

বর্তমানে এক মাসের MCLR ৭.৫৫%। তিন মাস এবং ছয় মাসের MCLR যথাক্রমে ৭.৬০% এবং ৭.৭০%।

৭ জুন ২০২২ থেকে HDFC ব্যাঙ্কের মেয়াদ অনুযায়ী MCLR :

ওভারনাইট - ৭.৫০%

১ মাস - ৭.৫৫%

৩ মাস - ৭.৬০%

৬ মাস - ৭.৭০%

১ বছর - ৭.৮৫%

২ বছর - ৭.৯৫%

৩ বছর - ৮.০৫%

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), ব্যাঙ্ক অফ বরোদা, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কসহ বেশ কয়েকটি অন্যান্য ব্যাঙ্কও তাদের এমসিএলআর হার বৃদ্ধির ঘোষণা করেছে।

গত মাসে আরবিআই বেঞ্চমার্ক ঋণের হার ৪০ বেসিস পয়েন্ট (BPS) বাড়ানোপ পরে ব্যাঙ্কগুলি ঋণের হার বৃদ্ধির ঘোষণা করেছে। গত বছর অগস্টের পর থেকে এটিই প্রথম ঋণের হার বৃদ্ধি।

বন্ধ করুন