প্রবীণ নাগরিকরা ৫% থেকে সর্বোচ্চ ৭.৭৫% পর্যন্ত সুদ পাবেন। ১০ বছরের দীর্ঘ মেয়াদের বিনিয়োগে এই ৭.৭৫% হারে সুদ প্রদান করা হবে।
1/5বড় অঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল HDFC ব্যাঙ্ক। এর ফলে লম্বা মেয়াদে সর্বোচ্চ ৭.৭৫% পর্যন্ত সুদ প্রদান করা হবে। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
2/5২ থেকে ৫ কোটি টাকার ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ানো হয়েছে। সাধারণ নাগরিকদের ক্ষেত্রে ৪.৫০% থেকে ৭% পর্যন্ত হারে সুদ প্রদান করা হবে। ফাইল ছবি: এইচডিএফসি ব্যাঙ্ক (REUTERS)
3/5অন্যদিকে প্রবীণ নাগরিকরা ৫% থেকে সর্বোচ্চ ৭.৭৫% পর্যন্ত সুদ পাবেন। ১০ বছরের দীর্ঘ মেয়াদের বিনিয়োগে এই ৭.৭৫% হারে সুদ প্রদান করা হবে। ফাইল ছবি: এইচডিএফসি ব্যাঙ্ক (REUTERS)
4/5প্রবীণ নাগরিকদের জন্য ৯ মাস থেকে ১ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৫ শতাংশ। ১ বছর থেকে ১৫ মাস মেয়াদে প্রবীণ নাগরিকদের ৭.১ শতাংশ হারে সুদ দিচ্ছে ব্যাঙ্কটি। অপরদিকে ১ থেকে ১৫ মাস, ২১ মাস থেকে ১৫ মাস থেকে ৩ বছর এবং ৩ থেকে ৫ বছর মেয়াদেরও প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৭.৫ শতাংশ। ৫ থেকে ১০ বছর মেয়াদে সুদের হার ৭.৭৫ শতাংশ। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
5/5নতুন সুদের হার ২৭ ফেব্রুয়ারি ২০২৩ থেকে লাগু হবে। ভারতের সবচেয়ে বড় বেসরকারি ব্যাঙ্ক HDFC । ছবি: রয়টার্স (REUTERS)