বাংলা নিউজ > ঘরে বাইরে > টার্গেট মাসে ১০ লক্ষ ক্রেডিট কার্ড গ্রাহক! ঘুরে দাঁড়াতে দৃঢ়প্রতিজ্ঞ HDFC

টার্গেট মাসে ১০ লক্ষ ক্রেডিট কার্ড গ্রাহক! ঘুরে দাঁড়াতে দৃঢ়প্রতিজ্ঞ HDFC

আট মাসের দীর্ঘ কার্ড নিষেধাজ্ঞার পর গত বছরের অগস্টে ফের বাজারে ফেরে HDFC কার্ড। মেলে নতুন গ্রাহক তোলার ছাড়পত্র। আগের অনলাইন ভুল-ত্রুটি সারিয়ে বিদ্যুত্ বেগে ফের বাজার দখলে নামে HDFC। তার ফলও মিলেছে হাতেনাতে।

অন্য গ্যালারিগুলি