আট মাসের দীর্ঘ কার্ড নিষেধাজ্ঞার পর গত বছরের অগস্টে ফের বাজারে ফেরে HDFC কার্ড। মেলে নতুন গ্রাহক তোলার ছাড়পত্র। আগের অনলাইন ভুল-ত্রুটি সারিয়ে বিদ্যুত্ বেগে ফের বাজার দখলে নামে HDFC। তার ফলও মিলেছে হাতেনাতে।
1/4মাসে দশ লক্ষ ক্রেডিট কার্ড ইস্যু করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে HDFC ব্যাঙ্ক। মাত্র বছর ২ আগেই দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্কের নতুন কার্ড ইস্যু করায় নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল। তার এতদিন পর ব্যাঙ্কের এই ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা নজর কেড়েছে বাজারের। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/4HDFC আপাতত মাসে ৫ লক্ষ নতুন ক্রেডিট কার্ড ইস্যু করছে। সংখ্যাটা প্রায় দ্বিগুণ করতে চায় তারা। এমনটাই জানালেন ভারতে HDFC-র পেমেন্ট ব্যবসার প্রধান পরাগ রাও। এর পাশাপাশি HDFC কার্ডের মাধ্যমে ব্যয় বৃদ্ধির জন্য আগামী কয়েক সপ্তাহে অনলাইন রিটেল থেকে ফুড ডেলিভারির মতো বিভিন্ন ক্ষেত্রে ঢালাও পার্টনারশিপ-অফার আনতে পারে HDFC । ফাইল ছবি: পিটিআই (Reuters)
3/4আট মাসের দীর্ঘ কার্ড নিষেধাজ্ঞার পর গত বছরের অগস্টে ফের বাজারে ফেরে HDFC কার্ড। মেলে নতুন গ্রাহক তোলার ছাড়পত্র। আগের অনলাইন ভুল-ত্রুটি সারিয়ে বিদ্যুত্ বেগে ফের বাজার দখলে নামে HDFC। তার ফলও মিলেছে হাতেনাতে। RBI-এর তথ্য বলছে, চলতি বছর অক্টোবরে ভারতে ক্রেডিট কার্ডে ব্যয়ের ২৯%-ই হয়েছে HDFC-র কার্ডের মাধ্যমে। সমকক্ষীয়দের মধ্যে যা কিনা সর্বোচ্চ। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
4/4পরাগ রাও এই বিষয়ে এক সাক্ষাত্কারে বলেন, 'আমরা খালি কার্ড ইস্যু করার উপরই জোর দিই না। সেটি মূলত একটি ডিস্ট্রিবিউশনের খেলা। বরং কার্ডগুলির কার্যকারিতার উপর, গ্রাহকরা যাতে কার্ডের মাধ্যমে আরও সুবিধা পান এবং খরচ করা চালু রাখেন, তাতে জোর দিই।' ফাইল ছবি: এইচডিএফসি ব্যাঙ্ক (Reuters)