মহুয়া মৈত্র ইস্যুতে ফের উত্তাল সংসদ। শুক্রবার তৃণমূল কংগ্রেস এমপি মহুয়া মৈত্র কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুকেও একহাত নেন। আসলে কিরেন রিজিজুও সতর্ক করে বলেছিলেন, যথাযথ সংসদীয় আচরণ করুন। এদিকে তৃণমূল সাংসদ এক্স হ্য়ান্ডেলে লিখেছেন, তাঁকে হুমকি দেওয়ার জন্য রিজিজুকে ফল ভুগতে হবে। সেই সঙ্গেই তিনি লিখেছেন,' মিডিয়া যারা খবর করছে যে সংসদ বিষয়ক মন্ত্রী আমাকে সতর্ক করেছেন এবার তাঁকেই ফল ভুগতে হবে আমাকে থ্রেট করার জন্য। তাঁর মন্তব্য মুছতে হবে আমার নয়।'
বিরোধীরাও দাবি করেন, কেন্দ্রীয় মন্ত্রীকে মহুয়ার কাছে ক্ষমা চাইতে হবে।
সূত্রের খবর, তৃণমূল সাংসদ প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কথা উল্লেখ করেও তির ছুঁড়েছিলেন। তিনি বিচারপতি ব্রিজগোপাল হরকিষণ লোয়ার মৃত্যুর কথাও উল্লেখ করেন।
প্রাক্তন প্রধান বিচারপতি প্রসঙ্গে তিনি বলেছিলেন, সংবিধানের প্রণেতারা কোনও দিন ভাবতেও পারেননি যে রায় দেওয়ার সময় বিচারপতিরা ব্যক্তিগতভাবে ভগবানের সঙ্গে কথা বলে নেন , যুক্তি বা কারণ বিবেচনার তুলনায়।
আসলে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, তৎকালীন প্রধান বিচারপতি গত অক্টোবর মাসে রাম জন্মভূমি বাবরি মসজিদ বিতর্ক প্রসঙ্গে একবার বলেছিলেন একটি সমাধানের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম।
তাঁর গ্রামের বাড়ির এলাকার একটি প্রোগ্রামে তিনি একথা বলেছিলেন। তিনি জোর দিয়ে বলেছিলেন, বিশ্বাস করুন যদি আপনার বিশ্বাস থাকে তবে ভগবান ঠিক একটা রাস্তা বের করে দেন।
এদিকে মহুয়ার এদিনের মন্তব্যের পরেই লোকসভা হট্টগোল শুরু হয়ে যায়। আধ ঘণ্টার জন্য সংসদ মুলতুবি রাখা হয়। বিজেপি মহুয়ার কথায় আপত্তি জানায়।