আজ থেকে দেশে স্বাস্থ্যকর্মী ও ষাটোর্ধ্বদের করোনা টিকার তৃতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। আর প্রিকশন ডোজ দেওয়া শুরু হতেই দেশবাসীর উদ্দেশে বার্তা দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ মনসুখ মাণ্ডব্য। সোমবার মনসুখ বলেন, ‘সরকার স্বাস্থ্যকর্মীদের অতিরিক্ত সুরক্ষা প্রদান করতে বদ্ধপরিকর।’
মাণ্ডব্য এক টুইট বার্তায় লেখেন, ‘স্বাস্থ্যসেবা এবং ফ্রন্টলাইন কর্মীদের পাশাপাশি ৬০ বছর বা তার বেশি বয়সের নাগরিকদের প্রিকশন ডোজ প্রদানের কর্মসূচি আজ থেকে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার অগ্রাধিকারের ভিত্তিতে দেশের স্বাস্থ্যসেবা এবং ফ্রন্টলাইন কর্মীদের অতিরিক্ত সুরক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।’
এর আগে গত ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে ফ্রন্টলাইন কর্মী ও ষাটোর্ধ্বদের জন্য প্রিকশন ডোজের ঘোষণা করেছিলেন। জানানো হয়েছে যে, টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর ৯ মাস বা ৩৯ সপ্তাহ অতিক্রান্ত হলেই প্রকিশন ডোজ মিলবে। আগেরবার যদি কেউ কোভ্যাক্সিন নিয়ে থাকেন তবে তৃতীয় ডোজের ক্ষেত্রেও সেই টিকাই মিলবে। আর যদি কোভিশিল্ড নিয়ে থাকেন তাহলে এবারও সেই টিকাই নিতে হবে সংশ্লিষ্ট টিকা প্রাপককে। তৃতীয় ডোজটি নেওয়ার জন্য ষৌটোর্ধ্বদের চিকিৎসকের অনুমতিপত্র লাগবে না। কিন্তু তৃতীয় ডোজটি নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হচ্ছে। এর আগে গত ৩ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের টিকাকরণও শুরু হয়েছে। ইতিমধ্যেই ২ কোটির বেশি কিশোর-কিশোরীকে প্রথম দফার টিকা দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে কোউইনে।