আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন একনাথ শিন্ডে। শিবসেনার এই নেতা শুক্রবার সাতারাতে তাঁর গ্রামে ফিরে গিয়েছিলেন। তবে তাঁকে আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছ বলে খবর।
এদিকে শিবসেনা নেতা সঞ্জয় সিরসাত শনিবার জানিয়েছিলেন যে শিন্ডে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বড় রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন। আর তারপরই একনাথের অসুস্থতার খবর সামনে আসে।
সাতারার সিভিল সার্জেন ডাঃ যুবরাজ কার্পে জানিয়েছেন শিন্ডের শ্বাসনালীকে সংক্রমণ হয়েছে। জ্বর রয়েছে। গলা খুসখুস করছে। কিছুটা দুর্বল। পালস রেট,রক্তচাপ স্বাভাবিক। রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে। ডেঙ্গু বা ম্যালেরিয়ার লক্ষণ নেই। একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে।
কেন এই স্বাস্থ্য়ের অবনতি?
তিনি জানিয়ে্ছেন গত মাসে প্রচুর সফর করেছেন। নিজের খামারেও কাজ করেছেন। দিন দুয়েক বিশ্রাম নিতে বলা হয়েছে। শুক্রবার রাতে প্রথম অসুস্থতা। শনিবার সকালে কিছুটা সুস্থ ছিলেন। দুপুরে জ্বর। একটা অ্যাম্বুল্যান্স রাখা হয়েছে। খবর টাইমস অফ ইন্ডিয়া সূত্রে।
এদিকে শিবসেনার এক প্রবীণ সদস্য হিন্দুস্তান টাইমসকে বলেছেন, "শিন্ডে, যার নেতৃত্বে মহায়ুতি এত সুন্দরভাবে জিতেছিলেন, তিনি যদি মুখ্যমন্ত্রী পদে ফিরে না আসেন, তবে তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রক দেওয়া উচিত।
উপমুখ্যমন্ত্রী পদে নতুন প্রশাসনে ফেরার বিষয়টিও খতিয়ে দেখছেন বলে শিবসেনা নেতাদের একাংশ। বিধানসভায় ৫৭টি আসনে জয়ী দলটি বিজেপি নেতৃত্বকেও বলেছে যে যদি শিবসেনাকে (উদ্ধব বালাসাহেব ঠাকরে) ধ্বংস করতে হয়, তবে মহায়ুতিকে আগামী বছরের গোড়ার দিকে স্থানীয় সংস্থা নির্বাচনে জিততে হবে, বিশেষত বৃহৎ মুম্বই পৌর কর্পোরেশন নির্বাচন, যা এতদিন ঠাকরে পরিবারের শক্ত ঘাঁটি ছিল। আর এর জন্য শিন্ডেকে নতুন মেয়াদে সরকারের নেতৃত্ব দেওয়ার সুযোগ দিতে হবে বিজেপিকে।
সূত্রের খবর, বিজেপি তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রক দিতে অনীহা প্রকাশ করার পরে, শিন্ডে মহায়ুতির আহ্বায়ক হতে চান এবং তাঁর দলের জন্য স্পিকারের পদও দাবি করেছিলেন, যা বিজেপি আবার প্রত্যাখ্যান করেছে। ছেলে শ্রীকান্তের জন্য শিন্ডের উপমুখ্যমন্ত্রী পদের দাবিও প্রত্যাখ্যান করেছে রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা।
তবে এটি শিন্ডে একা নন যিনি নতুন সরকার গঠনে বিলম্ব করছেন। বিজেপিতেও মুখ্যমন্ত্রী পদের জন্য একাধিক নাম শোনা যাচ্ছে, যদিও দেবেন্দ্র ফড়নবিশ স্পষ্ট পছন্দের প্রার্থী। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর জন্য অনিশ্চয়তা ২০১৭ সালে উত্তরপ্রদেশে ঘটে যাওয়া ঘটনার কথা মনে করিয়ে দেয়, যখন যোগী আদিত্যনাথকে দুই সপ্তাহের ব্যস্ততার পরে মুখ্যমন্ত্রী হিসাবে মনোনীত করা হয়েছিল।
শনিবার মহায়ুতির বিপুল জয়ের ঘোষণার পর থেকে মোদী স্বাধীনভাবে শিন্ডের সঙ্গে কথা বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার রাতে দিল্লিতে ফড়ণবীস এবং অজিত পাওয়ারের সঙ্গে দেখা করেছেন। শিন্ডে অমিত শাহের সঙ্গেও স্বতন্ত্রভাবে দেখা করেন, যেখানে তাঁকে জানানো হয় যে তাঁর দলকে স্বরাষ্ট্র মন্ত্রক বা স্পিকারের পদ দেওয়া হবে না।
এদিকে শিন্ডে মুম্বই পৌঁছে সাতারায় তার গ্রামের উদ্দেশ্যে রওনা হন, যার ফলে তিনি, ফড়ণবীস এবং পওয়ারের মধ্যে বৈঠক বাতিল হয়ে যায়।