লন্ডনের সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে সারাদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বিখ্যাত হিথরো বিমানবন্দর। জানা গিয়েছে, শুক্রবার সকালে লন্ডনের একটি সাবস্টেশনে আগুন ধরে যায়। তার জেরে কার্যত বন্ধ হয়ে যায় হিথরো বিমানবন্দরের বিদ্যুৎ পরিষেবা। ফলে বাধ্য হয়ে বন্ধ রাখা হয় বিমানবন্দরের উড়ান পরিষেবা।বিমানবন্দর কর্তৃপক্ষের আকস্মিক এই ঘোষণায় বিপাকে পড়েছেন যাত্রীরা। (আরও পড়ুন: কপাল পুড়ল অগ্নিকাণ্ডে? ঘর থেকে উদ্ধার টাকার পাহাড়, কে এই হাইকোর্টের বিচারপতি?)
আরও পড়ুন-Meerut murder case:খুনের আগে স্বামী-মেয়ের সঙ্গে উদ্দাম নাচ মুসকানের! ভাইরাল ভিডিয়ো
সাবস্টেশনে আগুন লাগার ফলে আঁধারে ডুবেছে লন্ডনের বিরাট এলাকা। অন্তত ১৬ হাজার বাড়িতে নেই বিদ্যুৎ সংযোগ। বিপর্যস্ত হিথরো বিমানবন্দর। বিদ্যুতের অভাবে বিমানবন্দর পরিচালনা করা অসম্ভব। তাই বাধ্য হয়ে শুক্রবার মাঝরাত পর্যন্ত সমস্ত পরিষেবা বন্ধ রেখেছে হিথরো বিমানবন্দর। বাতিল বা গতিপথ পরিবর্তন করে হয়েছে অন্তত ১৩৫১টি বিমানের। একাধিক বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে। ভারত থেকে লন্ডনগামী সমস্ত বিমান এদিনের জন্য বাতিল করেছে এয়ার ইন্ডিয়াও।এক বিবৃতিতে ভারতীয় বিমান সংস্থা জানিয়েছে, 'বিদ্যুৎ বিভ্রাটের কারণে শুক্রবার রাত ৯টা ৫৯ মিনিট পর্যন্ত হিথরো বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকায় আমাদের বিমান চলাচল ব্যাহত হয়েছে।এআই১২৯ লন্ডনগামী বিমানটি ফের মুম্বইয়ে ফিরে আসছে এবং দিল্লি থেকে আসাএআই১৬১ বিমানটির গতিপথ জার্মানির ফ্রাঙ্কফুর্টে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।আরও তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা পুনরায় যাত্রীদের আপডেট করব। তবে লন্ডন গ্যাটউইকের ফ্লাইটগুলি এখনও প্রভাবিত হয়নি।' অন্যদিকে, ব্রিটিশ এয়ারওয়েজ তাদের যাত্রীদের পরবর্তী ঘোষণা না করা পর্যন্ত হিথরোতে না যাওয়ার পরামর্শ দিয়েছে।তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, 'এই ঘটনার বড় প্রভাব পড়েছে আমাদের কার্যক্রমে, সেই সঙ্গে যাত্রীদের ওপরও। সর্বশেষ অবস্থা আমরা যতদ্রুত সম্ভব যাত্রীদের জানাতে কাজ করছি।' হংকংয়ের ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজও তাদের সমস্ত ফ্লাইট বাতিল করেছে। (আরও পড়ুন: কাশ্মীর নিয়ে রাষ্ট্রসংঘকে তোপ দেগেছিলেন জয়শংকর, তা নিয়ে এবার মুখ খুলল পাকিস্তান)
আরও পড়ুন: 'চিন যুদ্ধের' গোপন তথ্য মাস্কের কাছে? NYT রিপোর্টে চাঞ্চল্য, ট্রাম্প বললেন…
অন্যদিকে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, 'একটি সাবস্টেশনে আগুন লেগে যাওয়ায় হিথরোয় পর্যাপ্ত বিদ্যুতের অভাব দেখা দিয়েছে। আমাদের যাত্রী এবং সহকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ২১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিমানবন্দর বন্ধ রাখা হচ্ছে।' বিবৃতিতে যাত্রীদের বিমানবন্দরে আসতে নিষেধ করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী ঘোষণার জন্য সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। বিমানবন্দরের একজন মুখপাত্র বলেন, 'বিদ্যুৎ বিভ্রাটে পুরো বিমানবন্দরই অচল। কখন বিদ্যুৎ ফিরবে, তা নিশ্চিত করে বলতে পারছি না।' জানা গেছে, হিথরোগামী বিভিন্ন ফ্লাইটকে গ্যাটউইক, প্যারিস এবং আয়ারল্যান্ডের শ্যাননে পাঠিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: কুণালের দাবি ৩০, সহমত নন দেবাংশু, অঙ্ক কষে বললেন, এর থেকে অনেক বেশি আসন পাবে BJP
উল্লেখ্য, পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম হিথরো। সেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। তাই অনেকেই প্রশ্ন তুলছেন, এত বড় বিমানবন্দরের বিদ্যুৎ পরিষেবা কী করে একটা অগ্নিকাণ্ডের জেরে বন্ধ হয়ে যেতে পারে? অন্যদিকে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিও শেয়ার করেছে রাশিয়ার অন্যতম জাতীয় মিডিয়া।