বাংলা নিউজ > ঘরে বাইরে > Heeraben Health Update: কেমন আছেন প্রধানমন্ত্রীর মা? আরোগ্য কামনায় রাহুল গান্ধী

Heeraben Health Update: কেমন আছেন প্রধানমন্ত্রীর মা? আরোগ্য কামনায় রাহুল গান্ধী

মায়ের সঙ্গে প্রধানমন্ত্রী। ফাইল ছবি (ANI Photo)

হীরাবেনের স্বাস্থ্যের ব্যাপারে চিকিৎসকদের টিম সবসময় নজর রাখছেন। কোথাও যাতে কোনও সমস্যা না হয় সেটা দেখা হচ্ছে। তবে প্রধানমন্ত্রীর মায়ের শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে।

মায়ের অসুস্থতার খবরে শুনেই বুধবার বিকালে দ্রুত দিল্লি থেকে আমেদাবাদে চলে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাসপাতালে এসে মাকে দেখে যান তিনি। কেমন আছেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদী?

প্রধানমন্ত্রীর দাদা সোমভাই মোদী বৃহস্পতিবার জানিয়েছেন মায়ের অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তিনি হাত পা নাড়াতে পারছেন। তিনি হাত নেড়ে জানিয়েছেন, তিনি বসতে চান।

সূত্রের খবর, সিটি স্ক্য়ান ও এমআরআই রিপোর্ট দেখে তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইউএন মেহেতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্য়ান্ড রিসার্চ সেন্টারে বুধবার সকালে ভর্তি করা হয়েছিল তাঁকে। তাঁর শারীরিক কিছু সমস্যা ছিল। বুধবার হাসপাতালের তরফে বলা হয়েছিল তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

এদিকে বুধবারই হাসপাতালে মাকে দেখতে গিয়েছিলেন মোদী। এক ঘণ্টারও বেশি সময় তিনি হাসপাতালে ছিলেন। চিকিৎসকদের সঙ্গেও তিনি কথাবার্তা বলেন। এই হাসপাতালটিকে সরকার অর্থ সহায়তা করে। সিভিল হাসপাতাল চত্বরেই রয়েছে এই হাসপাতালটি। সেখানেই ভর্তি করা হয়েছে প্রধানমন্ত্রীর মাকে।

গান্ধীনগরে প্রধানমন্ত্রীর ভাই পঙ্কজ মোদীর সঙ্গে থাকেন মা হীরাবেন মোদী। মোটামুটি ভাবে গুজরাটে গেলেই গ্রামে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। সেই মা আজ অসুস্থ। খবর পেয়েই মাকে দেখতে তিনি ছুটে যান হাসপাতালে।

এদিকে বুধবার হাসপাতাল থেকে একটি স্বাস্থ্য সংক্রান্ত বুলেটিন প্রকাশ করা হয়েছিল। হীরাবেনের স্বাস্থ্যের ব্যাপারে চিকিৎসকদের টিম সবসময় নজর রাখছেন। কোথাও যাতে কোনও সমস্যা না হয় সেটা দেখা হচ্ছে। তবে প্রধানমন্ত্রীর মায়ের শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। এমনটাই জানানো হয়েছিল বুলেটিনে।এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে বিভিন্ন মহলে। অনেকেই তাঁর সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন।

রাজনীতির পরিচিত বৃত্তে না থাকলেও ভারতবাসীর কাছে হীরাবেন মোদী বেশ পরিচিত নাম। প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক ছবি রয়েছে তাঁর। বার বার মায়ের কাছে আশীর্বাদ নিতে ছুটে যান মোদী। ৯৯ পেরিয়ে গিয়েছেন মা হীরাবেন। স্বাভাবিকভাবেই তাঁর স্বাস্থ্য নিয়ে অনেকেই উদ্বেগের মধ্যে রয়েছেন।

তাঁর শারীরিক পরিস্থিতির দ্রুত উন্নতির জন্য প্রার্থনা জানিয়েছেন কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধী টুইট করে লিখেছেন, মা ও সন্তানের মধ্যে ভালোবাসার যে সম্পর্ক তা অসীম। মোদীজি এই কঠিন সময়ে আমার ভালোবাসা ও সমর্থন আপনার প্রতি রইল। আমি প্রার্থনা করি মা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

 

বন্ধ করুন