বাংলা নিউজ > ঘরে বাইরে > পাত্রের উচ্চতা ৩ ফুট, বহু চেষ্টায় মনের মতো পাত্রী পেলেন তিনি, একেবারে মানানসই

পাত্রের উচ্চতা ৩ ফুট, বহু চেষ্টায় মনের মতো পাত্রী পেলেন তিনি, একেবারে মানানসই

পাত্র ও পাত্রী। সংগৃহীত ছবি

বাড়িতেও এনিয়ে বলেছিলেন তিনি। কিন্তু কেউই যেন বিশেষ পাত্তা দিতেন না। তবে হাল ছাড়েননি তিনি। অবশেষে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তিনি বুশরার সন্ধান পান।

একেবারে মানানসই। বরের উচ্চতা ৩ ফুট। নাম আজিম মনসুরি। বয়স ২৭ বছর। আর পাত্রী হিসাবে যে কন্য়াকে পেলেন তিনি তাঁর উচ্চতা ২ ফুট ৩ ইঞ্চি। আনন্দে আত্মহারা আজিম। অবশেষে একেবারে মনের মতো পাত্রী পেলেন তিনি। উত্তরপ্রদেশের হাপুড় জেলা থেকেই তিনি পেয়ে গেলেন তাঁর জীবন সঙ্গিনীকে। তবে এই যে পাত্রী খোঁজার বিষয়টি সেটি সহজ ছিল না একেবারেই।

বিকম প্রথম বর্ষের ছাত্রী ওই পাত্রী। কিন্তু শারীরিক উচ্চতার জন্য় তাঁর বিয়ে নিয়ে চিন্তায় ছিলেন পরিজনরাও। তবে অবশেষে চারহাত এক হতে চলেছে। আজিমকে মনে ধরেছে বুশরার। আর কোনও বাধা রইল না। দুই পরিবারই এই বিয়েতে সম্মতি দিয়েছে। আংটি বদলও হয়েছে ইতিমধ্যেই। তবে এই পর্যন্ত এগোতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে আজিমকে।

আসলে বিয়ে নিয়ে কিছুটা দুশ্চিন্তাতেই পড়ে গিয়েছিলেন আজিম। বিয়ে করার ষোল আনা ইচ্ছে অথচ মনের মতো পাত্রীর সন্ধান কিছুতেই মিলছিল না। স্থানীয় এলাকায় একটি প্রসাধন সামগ্রীর দোকান চালান তিনি। কিন্তু মনের মতো পাত্রী পাওয়া কি মুখের কথা?

বাড়িতেও এনিয়ে বলেছিলেন তিনি। কিন্তু কেউই যেন বিশেষ পাত্তা দিতেন না। তবে হাল ছাড়েননি তিনি। অবশেষে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তিনি বুশরার সন্ধান পান। 

বন্ধ করুন
Live Score