বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘আপনার শরীর কেমন?’ করোনা আক্রান্তকে ফোন করে খোঁজ নিলেন যোগী আদিত্যনাথ

‘আপনার শরীর কেমন?’ করোনা আক্রান্তকে ফোন করে খোঁজ নিলেন যোগী আদিত্যনাথ

ফাইল ছবি : টুইটার (Twitter)

অনিল জানান, প্রায় তিন মিনিট তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন হয়।

'আমি যোগী আদিত্যনাথ বলছি, আপনার শরীর কেমন আছে?' ফোনটা পেয়েই থতমত খেয়ে গিয়েছিলেন উত্তরপ্রদেশের লক্ষ্মীপুরের বন দফতরের কর্মী অনিল কুমার। করোনায় জ্বরে ভুলভাল শুনছেন না তো! পরে অবশ্য ভুল ভাঙে তাঁর। স্বয়ং মুখ্যমন্ত্রীই ফোন করে খোঁজ নিয়েছেন তাঁর। কোনও প্রয়োজন হলে সরাসরি এই নম্বরে ফোন করতে পারেন বলেও আশ্বাসও দিয়েছেন যোগী।

অনিল জানান, প্রায় তিন মিনিট তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন হয়। প্রথমে তাঁর বর্তমান শারীরিক অবস্থা জানতে চান যোগী। এরপর কী কী ওষুধ, সবসময় মতো পাচ্ছেন কিনা এসব জানতে চান। উত্তরে অনিল জানান, তিনি সবকিছুই সময় মতো পেয়েছেন। একাধিক চিকিত্সক ফোন করে তাঁর খোঁজখবর নিচ্ছেন। সময় মতো ওষুধ ও পথ্যও বাড়িতে বসেই পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। এরপর কোনও প্রয়োজন হলে ফোন করার কথা বলেন যোগী। মুখ্যমন্ত্রীর এহেন আশ্বাসবাণীতে আপ্লুত করোনা পজিটিভ অনিল।

তিনি বলেন, 'শুরুতে ভয় পেলেও তাঁর এই ফোন আমাকে অনেক সাহস জুগিয়েছে। অনেকটা মনোবল বেড়েছে বলে অনুভব করতে পারছি। চিকিত্সকরাও সবসময়ে খোঁজ রাখছেন। করোনাকে দ্রুত হারাতে পারব বলে আশা করছি।'

বন্ধ করুন