মালীর জন্য রাখা ১০ হাজার কোটি টাকার শেয়ার হাতিয়ে নিয়েছেন ম্যানেজার। আদালতে গিয়ে এমনটাই অভিযোগ করেছেন ধনকুবের নিকোলাস পুয়েচ। বাড়ির প্রাক্তন মালিকে সম্পত্তির অর্ধেক দিয়ে দিতে চেয়েছিলেন তিনি। তার জন্য বরাদ্দ করেছিলেন ৬০ লক্ষ শেয়ার। আর তাই নাকি এখন গায়েব হয়ে গিয়েছে বলে দাবি ওই ধনকুবেরের।
ফ্রান্স ভিত্তিক বিলাসবহুল পণ্য ব্র্যান্ড হার্মিস। বড় বিপদে পড়েছেন এই কোম্পানিরই উত্তরাধিকারী নিকোলাস পুয়েচ। কোম্পানিতে তাঁর ৬ মিলিয়ন শেয়ার হারিয়ে গিয়েছে। ওই শেয়ারের মোট মূল্য ছিল ১০,০০০ কোটি টাকা। এই অভিযোগ নিয়ে সম্প্রতি আদালতে মামলা ঠুকেছিলেন তিনি। কিন্তু আদালত সেই মামলা খারিজ করে দিয়েছে। এখনও পর্যন্ত এসব শেয়ার কোথায় গেল তা জানা যায়নি।
আরও পড়ুন: (Wayanad Landslides Update: রাহুলের পর এবার ধস বিধ্বস্ত ওয়ানাড়ে টিম পাঠাচ্ছে তৃণমূল, কারা যাবেন?)
আদালতের পুয়েচের কী অভিযোগ
তিনি সন্দেহ করছেন নিজের প্রাক্তন অ্যাসেট ম্যানেজারকে। নাম এরিক ফ্রেইমন্ড। ফ্রেইমন্ড গত ২০ বছর ধরে তাঁর জন্য কাজ করছিলেন। ২০১২ সালে জেনেভায় একটি ব্যাঙ্কে পুয়েচের শেয়ারগুলি রাখা হয়েছিল। এখন এই শেয়ারগুলোই গায়েব হয়ে যাওয়ার পিছনে নাকি ম্যানেজারেই হাত রয়েছে বলে দাবি পুয়েচের। যদিও, একটি সুইস আদালত প্রমাণের অভাবে তাঁর দাবি প্রত্যাখ্যান করেছে।
পুয়েচের অভিযোগ মানতে নারাজ আদালত
আদালতের পাল্টা দাবি যে অভিযুক্তের এই বিশাল জালিয়াতি শনাক্ত করা যায়নি। এর কোনও প্রমাণ নেই আদালত বলেছে, 'নিকোলাস যে বড় প্রতারণার শিকার বলে দাবি করছেন তা সাধারণ মানুষের বোঝার বাইরে।' জেনেভাতে পাবলিক প্রসিকিউটর অফিস ইতিমধ্যেই পুয়েচের অভিযোগগুলি খতিয়ে না দেখার সিদ্ধান্ত নিয়েছে। এই রায় সেই দিকেই যায়।
পুয়েচের সম্পদ কি সত্যিই হাতিয়েছেন ম্যানেজার
জানা গিয়েছে, পুয়েচের আইনি দল বর্তমানে মামলা সম্পর্কিত ক্রিমিনাল ফাইলগুলো খতিয়ে দেখছে। কিন্তু এখনও তারা কোনও মন্তব্য করেনি। অন্যদিকে, ম্যানেজার ফ্রেইমন্ডের অ্যাটর্নি, স্টিফেন গ্রোডেকি বলেছেন যে ফ্রেইমন্ড পুয়েচের স্টকগুলি কখনও পরিচালনা করেননি। তাই তিনি নিজের সম্মান রক্ষার জন্য আইনি পথে হাঁটছেন।
আরও পড়ুন: (Parliament Building Water Leaks: ছাদ চুঁইয়ে কেন জল পড়ল ৯৭১ কোটির নতুন সংসদে? জবাব দিল CPWD)
পুয়েচ, হার্মিসের প্রতিষ্ঠাতা থিয়েরি হার্মিসের বংশধর। পুয়েচের বয়স এখন ৮১ বছর। কোম্পানির শেয়ারের ৫.৭ শতাংশের মালিক পুয়েচ, যা খুব বেশি না হলেও, তিনি হার্মিসের বৃহত্তম ব্যক্তিগত শেয়ারহোল্ডার হয়ে উঠেছেন এরই কারণে। কারণ ফোর্বসের মতে, পুয়েচের সম্পদের পরিমাণ প্রায় ১১.৭ বিলিয়ন ডলার। এই পরিমাণ সম্পত্তির অধিকারী হিসাবে বিশ্বের সবচেয়ে ধনীর তালিকায় ১৬১ তম স্থানে রয়েছেন তিনি।
প্রাক্তন মালীকেই দত্তক নিতে চান নিকোলাস
তিনি অবিবাহিত। কোনও সন্তান নেই। নিকোলাস পুয়েচ তাঁর প্রাক্তন মালী এবং সহকারীকে নিজের সম্পত্তির অর্ধেক দিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই মালীকে তিনি দত্তক নেওয়ার কথাও ভেবে রেখেছেন বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুসারে, তিনি ২০২৩ সালেই বলেছিলেন যে সম্পত্তির একটি বড় অংশ নিজের প্রাক্তন মালীকে দিতে চান পুয়েচ। মালীর সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। শুধুমাত্র জানা গিয়েছে যে ওই মালীর বয়স ৫১ বছর। মূলত মরক্কোর বাসিন্দা এই ব্যক্তি এবং কয়েক দশক ধরে পুয়েচের হাউজিং ম্যানেজার হিসেবে কাজ করছেন।
তবে, এর আগে, পুয়েচ তাঁর ফরচুন আইসোক্রেটিস ফাউন্ডেশনকে দান করতে চেয়েছিলেন। তিনি জনস্বার্থ সাংবাদিকতাকে সমর্থন করার জন্য এই অলাভজনক সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন পুয়েচ নিজেই। তবে এই ফাউন্ডেশনের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। কারণ ২০২৩ সালের নভেম্বরে, সংস্থাটি ঘোষণা করেছিল যে এটি আর নতুন করে ফান্ডিং করবে না, তখন এর স্থায়িত্ব সম্পর্কে প্রশ্ন উঠেছিল।