সিয়াচেনে সদা সতর্ক ভারতীয় সেনা। একেবারে হিমশীতল ঠান্ডা। এবার সেই সিয়াচেনে যে সেনারা ডিউটি দিচ্ছেন তাঁরা হাই স্পিড ইন্টারনেটের সুবিধা পাবেন। আগামী ১৫ জানুয়ারি আর্মি ডে। তার আগেই এই হাই স্পিড ইন্টারনেটের ব্যবস্থা সিয়াচেনে। টেলিকম কোম্পানির তরফে বলা হয়েছে রিয়ায়েন্স জিও এবং ভারতীয় সেনার যৌথ উদ্যোগে এই হাইস্পিড ৪জি ও ৫জি নেটের ব্যবস্থা করা হয়েছে সিয়াচেন হিমবাহে।
ওই টেলিকম কোম্পানির তরফে বলা হয়েছে সেনার সিগান্যালিংয়ের কাজে নিয়োজিতদের সহযোগিতায় ওই এলাকায় প্রথম কোনও অপারেটর হিসাবে হাইস্পিড ইন্টারনেটের ব্যবস্থা করা হয়েছে। রিলায়েন্স জিও এই ৫জি নেটের ব্যবস্থা করেছে।
জিওর জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করেছে সেনার কপ্টার। সেনা জওয়ানরাও নানাভাবে সহায়তা করেছেন। তবেই সম্ভব হয়েছে এই অসাধ্য সাধন। কারাকোরাম রেঞ্জের ১৬০০০ ফুট উচ্চতায় এই ব্যবস্থা করা হয়েছে। -৫০ ডিগ্রি সেলসিয়াসে চলে যায় এমন জায়গায় ইন্টারনেটের ব্যবস্থা করা হয়েছে। ভারতীয় সেনা এব্যাপারে সবরকম সহায়তা করেছে। তার জেরেই এই কাজ করা সম্ভব হয়েছে।
অত্যন্ত দুর্গম এই সিয়াচেন এলাকা। সেখানেই পাহারা দেন ভারতীয় সেনা জওয়ানরা। অতন্দ্র পাহারায় থাকেন তাঁরা। দুর্গম পাহাড়ে চলে পাহারা। এবার সেই সেনা জওয়ানদের জন্য় হাইস্পিড ইন্টারনেটের ব্যবস্থা করা হল।