শ্রুতি তোমার
সীতাকে নিয়ে মন্তব্য় করে এবার বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী মোহন যাদব। রবিবার তিনি জানিয়েছেন,রামায়ণে বনবাসে থাকাকালীন সীতার জীবন ছিল ডিভোর্সির মতো। তাঁর মৃত্যু অনেকটা আত্মহত্যার মতো। এই মন্তব্য়ের পরেই হইচই পড়ে গিয়েছে। বিরোধীরা এনিয়ে তীব্র আক্রমণ করেছেন মন্ত্রীকে। তাঁদের মতে, তিনি যে মন্তব্য করেছেন তা সনাতন ধর্ম বিরোধী। তার পদত্যাগের দাবিও উঠেছে।
পরে মন্ত্রী জানিয়েছেন, আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। আসলে রবিবার উজ্জ্বয়িনীর একটি অনুষ্ঠানে মন্ত্রী জানিয়েছিলেন, যুদ্ধের পরে মাতা সীতাকে ফিরিয়ে এনেছিলেন রামচন্দ্র। কিন্তু তিনি গর্ভবতী থাকা সত্ত্বেও তাঁকে পরিত্যাগ করেছিলেন রামচন্দ্র। বনেই মাতা সীতার দুই সন্তানের জন্ম হয়েছিল। তিনি সবসময় রামচন্দ্রের নাম জপ করতেন। রামচন্দ্রের নানা গুণ তিনি বর্ণনা করতেন সন্তানদের কাছে। বর্তমান সময়ের সঙ্গে তুলনা করলে এটা অনেকটা ডিভোর্সির জীবনের মতো। কাউকে বাড়ি থেকে বের করে দেওয়া, এর থেকে বেশি আর কী! এত কষ্টের পরেও লব কুশ রামের কথাই স্মরণ করেছেন।
সীতার প্রয়ান সম্পর্কে মন্ত্রী জানিয়েছেন, যদি ভালো ভাষায় বলা হয়, ধরিত্রী দুভাগ হয়ে গেল আর সীতা তাতে প্রবেশ করলেন। সাধারণভাবে এটা বলা যায়, তাঁর স্ত্রী স্বামীর সামনেই জীবন ত্যাগ করেন। আর এভাবে জীবনত্যাগকে আত্মহত্যা বলা হয়।
এদিকে কংগ্রেস ওই মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। কংগ্রেসের মুখপাত্র কেকে মিশ্র জানিয়েছেন, তালাক শব্দটি হিন্দু বিরোধী। আর সনাতন ধর্মে ডিভোর্সের উল্লেখ নেই। হিন্দুত্বের ঠিকেদাররা এবার তাকে ইস্তফা দেওয়ানোর সাহস দেখান।
বিজেপির মুখপাত্র হিতেশ বাজপেয়ী জানিয়েছেন, ক্যাথলিক কংগ্রেসের কাছে আমরা সনাতন ধর্ম শিখব না।