Fixed Deposit Interest Rate: শ্রীরাম ট্রান্সপোর্ট ফাইন্যান্স কোম্পানির প্রেস রিলিজ অনুসারে, প্রবীণ নাগরিকরা বার্ষিক তাঁদের আমানতের উপর অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদের হার পাবেন। ম্যাচিওরড ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টের পুনর্নবীকরণের উপর বার্ষিক অতিরিক্ত ০.২৫ শতাংশ সুদ মিলবে।
1/6RBI রেপো রেট বাড়িয়েছে। আর তার পরেই বেশ কয়েকটি নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থা(NBFC) ফিক্সড ডিপোজিটে(FD) সুদের হার বাড়িয়েছে। নীতিমাফিক প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার আরও বেশি। ফাইল ছবি- রয়টার্স (Reuters)
2/6এই প্রতিবেদনে এমন কয়েকটি নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে জানতে পারবেন, যাতে ৮-৮.৭৫% পর্যন্ত সুদ পাবেন। ফাইল ছবি- রয়টার্স (Reuters)
3/6সেরকমই একটি নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থা শ্রীরাম ট্রান্সপোর্ট ফাইন্যান্স কোম্পানি। শ্রীরাম ট্রান্সপোর্ট ফাইন্যান্স কোম্পানির FD-কে ICRA '[ICRA]AA+ (স্থিতিশীল)' রেটিং দিয়েছে। ইন্ডিয়া রেটিং অ্যান্ড রিসার্চ একে IND AA+/Stable রেটিং দিয়েছে। এগুলি উচ্চ স্তরীয় নিরাপত্তার ইঙ্গিত বলতে পারেন। ফাইল ছবি- রয়টার্স (Reuters)
4/6সম্প্রতি স্থায়ী আমানতে সুদের হার বাড়ানোর ঘোষণা করেছে তারা। ১০ আগস্ট থেকে নয়া সুদের হার কার্যকর হয়েছে। ফাইল ছবি- রয়টার্স (Reuters)
5/6স্থায়ী আমানতের হার ২৫-৫০ বেসিস পয়েন্ট বা বার্ষিক ০.২৫-০.৫০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ৬০ মাস বা ৫ বছরের আমানতে, শ্রীরাম ট্রান্সপোর্ট ফাইন্যান্স কোম্পানিতে টাকা রাখলে সর্বোচ্চ ৮.২৫% এবং প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৮.৭৫% সুদের হার পাবেন। বর্তমানে আমানতের ক্ষেত্রে এটিই কোনও আর্থিক প্রতিষ্ঠানে সর্বোচ্চ সুদের হার। ফাইল ছবি- রয়টার্স (Reuters)
6/6শ্রীরাম ট্রান্সপোর্ট ফাইন্যান্স কোম্পানির প্রেস রিলিজ অনুসারে, প্রবীণ নাগরিকরা বার্ষিক তাঁদের আমানতের উপর অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদের হার পাবেন। ম্যাচিওর্ড ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টের পুনর্নবীকরণের উপর বার্ষিক অতিরিক্ত ০.২৫ শতাংশ সুদ মিলবে। ফাইল ছবি- রয়টার্স (Reuters)