বাংলা নিউজ > ঘরে বাইরে > ছুটি কাটিয়ে ফেরার পথে মাঝরাতে বিপত্তি, চারচাকা গাড়িকে পিষে দিল ট্রাক! মৃত ৪

ছুটি কাটিয়ে ফেরার পথে মাঝরাতে বিপত্তি, চারচাকা গাড়িকে পিষে দিল ট্রাক! মৃত ৪

 ভয়াবহ দুর্ঘটনা গুরুগ্রামে। প্রতীকী ছবি।

জানা গিয়েছে রাত ১.৩০ মিনিট নাগাদ হাইওয়ের কাছে সিধরাওয়ালিতে এমন ঘটনা ঘটে। সেখান দিয়ে ইনোভা গাড়িতে যাচ্ছিলের ব্যক্তিরা। সেই সময়ই ট্রাক এসে পিষে দেয় গাড়িকে। মুহূর্তে চারজনের মৃত্যু ছাড়াও বেশ কয়েকজন আহত হন। জানা গিয়েছে ভুট্টা বোঝাই ওই ট্রাক দিল্লি থেকে জয়পুর যাচ্ছিল।

ঘটনা এনএইচ ৪৮ এর। গুরুগ্রামের বিলাসপুরের এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছে। এক ট্রাক এসে একটি গাড়িকে পিষে দিতেই ৪ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে রয়েছেন এক প্রাক্তন আইআইটি পড়ুয়া। জানা গিয়েছে, যাঁদের মৃত্যু হয়েছে তাঁরা তথ্য প্রযুক্তি কর্মী। ছুটি কাটিয়ে উদয়পুর থেকে নয়ডা ফিরছিলেন তাঁরা।

জানা গিয়েছে রাত ১.৩০ মিনিট নাগাদ হাইওয়ের কাছে সিধরাওয়ালিতে এমন ঘটনা ঘটে। সেখান দিয়ে ইনোভা গাড়িতে যাচ্ছিলের ব্যক্তিরা। সেই সময়ই ট্রাক এসে পিষে দেয় গাড়িকে। মুহূর্তে চারজনের মৃত্যু ছাড়াও বেশ কয়েকজন আহত হন। জানা গিয়েছে ভুট্টা বোঝাই ওই ট্রাক দিল্লি থেকে জয়পুর যাচ্ছিল। জানা গিয়েছে গাড়িতে ৪ জন পুরুষ ছাড়াও ছিলেন ২ জন মহিলা। জানা গিয়েছে প্রিয়াঙ্কা ও জসনোর সিং নামের দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আপাতত মৃতদেহের ময়না তদন্ত করা হচ্ছে। জানা গিয়েছে, গাড়ির ভিতর কার্যত মৃতদের ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয়। চলতি সপ্তাহে এই রেস্তোরাঁয় বিশেষ ছাড় সাংবাদিক থেকে সেনা জওয়ান, চিকিৎসকদের!

এদিকে, প্রশ্ন ওঠে ওই ট্রাক ড্রইভারকে নিয়ে। এতগুলি প্রাণ যে ট্রাকের কারণ চলে গেল , তার চালক গ্রেফতার হয়েছে কি না তা নিয়ে প্রশ্ন ওঠে। জানা গিয়েছে, মুহূর্তে সেখান থেকে পালিয়ে যায় ট্রাক চালক। আপাতত ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। খোঁজ চলছে তার। ট্রাক চালককে গ্রেফতার করতে উদ্যত হয়েছে পুলিশ।

বন্ধ করুন