বাংলা নিউজ > ঘরে বাইরে > HIjab Case in SC: শেষ হল শুনানি, হিজাব মামলায় রায়দান আপাতত স্থগিত রাখল সুপ্রিম কোর্ট

HIjab Case in SC: শেষ হল শুনানি, হিজাব মামলায় রায়দান আপাতত স্থগিত রাখল সুপ্রিম কোর্ট

হিজাব পরে মুম্বইতে আন্দোলনে মহিলারা (ফাইল ছবি - REUTERS) (REUTERS)

গতকাল এই মামলার শুনানি চলাকালীন একটি গুরুত্বপূর্ণ পর্বেক্ষণ করেছিল শীর্ষ আদালত। বলা হয়েছিল, ক্লাসে হিজাব পরার অনুমতি দেওয়া হলে তা দেশের বৈচিত্র্যকে তুলে ধরার একটি সুযোগ।

হিজাব সম্পর্কিত মামলার শুনানি শেষ হল সুপ্রিম কোর্টে। আপাতত এই মামলার রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। এর আগে গতকাল এই মামলার শুনানি চলাকালীন একটি গুরুত্বপূর্ণ পর্বেক্ষণ করেছিল শীর্ষ আদালত। বলা হয়েছিল, ‘ক্লাসে হিজাব পরার অনুমতি দেওয়া হলে তা দেশের বৈচিত্র্যকে তুলে ধরার একটি সুযোগ এবং এতে শিশুরা ছোট বয়স থেকেই দেশের বৈচিত্র্য সম্পর্কে অবগত থাকবে।’

এর আগে শুনানি চলাকালীন ভারতের সলিসিটর জেনারেল তথা কর্ণাটক সরকারের আইনজীবী তুষার মেহতা দাবি করেন, কোরানে উল্লেখ থাকলেই কোনও প্রথা জরুরি হয় না। শুধুমাত্র যে প্রথাগুলি নির্দিষ্ট শর্ত পূরণ করে সেগুলি জরুরি বলে বিবেচনা করা হয়। তিনি দাবি করেন, সংবিধানের ভিত্তিতে আদালতের সিদ্ধান্ত নেওয়া উচিত।

প্রসঙ্গত, হিজাব বিতর্ক নিয়ে কর্ণাটক হাই কোর্টের রায়ে অসন্তুষ্ট হয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন মামলাকারীরা। কর্ণাটক হাই কোর্ট এর আগে রায় দেয়, হিজাব মুসলিমদের জন্য বাধ্যতামূলক নয়। সেই ক্ষেত্রে স্কুল বা কলেজের ইউনিফর্ম মেনেই পড়ুয়াকে শ্রেণিকক্ষে ঢুকতে হবে। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পড়ুয়ারা শীর্ষ আদালতের দ্বারস্থ হন। সেই আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষ হয় আজ। এই আবহে হিজাব মামলা কোনদিকে মোড় নেয়, তা দেখার জন্য সবার নজর শীর্ষ আদালতের দিক

 

বন্ধ করুন