বাংলা নিউজ > ঘরে বাইরে > Himanta Biswa Sarma: ‘এখনও হয়নি’, হাতজোড় করে দাঁড়িয়ে বৃদ্ধা; ‘এই, কী হল ডিসি?’ হাঁক হিমন্তের!

Himanta Biswa Sarma: ‘এখনও হয়নি’, হাতজোড় করে দাঁড়িয়ে বৃদ্ধা; ‘এই, কী হল ডিসি?’ হাঁক হিমন্তের!

বৃদ্ধার সঙ্গে কথা বলছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 

বারবার নালিশ জানিয়েও মেলেনি সুরাহা। এই আবহে সামনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে পেয়ে নিজের নালিশ জানালেন বৃদ্ধা। তা ধৈর্য্য সহকারে দাঁড়িয়ে শুনলেনও মুখ্যমন্ত্রী।

জমি বিবাদ নিয়ে তিতি বিরক্ত বৃদ্ধা। বারবার নালিশ জানিয়েও মেলেনি সুরাহা। এই আবহে সামনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে পেয়ে নিজের নালিশ জানালেন বৃদ্ধা। তা ধৈর্য্য সহকারে দাঁড়িয়ে শুনলেনও মুখ্যমন্ত্রী। পরে ডিসিকে ডেকে সেই বৃদ্ধার সমস্যার সমাধানের নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। গোটা ঘটনার ভিডিয়োটি হিমন্ত নিজের টুইটারে পোস্ট করেছেন। সেখানে দেখা গিয়েছে বৃদ্ধা হাত জোড় করে হিমন্তের সঙ্গে কথা বলছেন। হিমন্তও সেই বৃদ্ধার হাত ধরে দাঁড়িয়ে সেই কথা শুনছেন।

জানা গিয়েছে, একটি অনুষ্ঠানে যোগ দিতে কোকরাঝাড়ে গিয়েছিলেন হিমন্ত। সেখানেই তিনি মুখোমুখি হয়েছিলেন সেই বৃদ্ধার। পরে সেই ঘটনার ভিডিয়ো টুইটারে পোস্ট করে হিমন্ত লেখেন, ‘ভগবানের আশীর্বাদে সেবা করতে পারছি! কোকরাঝাড়ের ডিসি এবং এসপিকে শ্রদ্ধেয় বৃদ্ধার সমস্যার সমাধান করার পরামর্শ দিয়েছি।’ এদিকে জানা গিয়েছে, সেই বৃদ্ধা মাসে মাত্র ২৫০ টাকা পেনশন পান। তা শুনে মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দেন যাতে বৃদ্ধার নাম ‘অরুণোদয়’ প্রকল্পে নথিভুক্ত করা হয়। এই প্রকল্পের অধীনে বৃদ্ধা এবার থেকে মাসে ১২৫০ টাকা করে পেনশন পাবেন।

এদিকে হিমন্তের পোস্ট করা ভিডিয়োটি ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। ভিডিয়োতে বৃদ্ধাকে বলতে শোনা যায়, ‘আমার জমিটা এখনও হয়নি।’ মুখ্যমন্ত্রী অবাক হয়ে প্রশ্ন করেন, ‘এখনও হয়নি!’ এরপর হিমন্ত ডিসি-কে ডাকেন। বলেন, ‘এই ডিসি, কী হল? বারবার তিনি বলছেন।’ এরপর ডিসি এসে বলেন, ‘তাঁর জমিতে পারিবারিক বিবাদ রয়েছে। আমি বিষয়টি দেখছি।’ এরপর এসপিকে ডেকে হিমন্ত বলেন, ‘একটু দেখুন যাতে তিনি নিজের একটি বাড়ি তৈরি করতে পারেন।’ এরপর সেই বৃদ্ধা পেনশনের বিষয়টি বলেন। তখন হিমন্ত বৃদ্ধাকে বলেন যে ফেব্রুয়ারি থেকে তিনি অরুণোদয় স্কিমে টাকা পাবেন। এরপর হিমন্ত বলেন, ‘যদি ফেব্রুয়ারি থেকে আপনি পেনশন না পান, তাহলে আমে পরেরবার যখনই কোকরাঝাড়ে আসব, আমার সঙ্গে দেখা করবেন।’

 

বন্ধ করুন