বাংলা নিউজ > ঘরে বাইরে > Himanta meets Pradyot: 'ধৈর্য ধরুন', প্রদ্যোতের সঙ্গে বৈঠকের পর কোন ইঙ্গিত দিলেন হিমন্ত?

Himanta meets Pradyot: 'ধৈর্য ধরুন', প্রদ্যোতের সঙ্গে বৈঠকের পর কোন ইঙ্গিত দিলেন হিমন্ত?

প্রদ্যোৎ দেববর্মা  (HT_PRINT)

নর্থ ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের আহ্বায়ক তথা অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার বৈঠকে বসেন তিপ্রা মোথা সুপ্রিমো প্রদ্যোৎ দেববর্মার সঙ্গে। আর সেই বৈঠকেই প্রদ্যোৎকে ধৈর্য ধরতে বললেন হিমন্ত।

নর্থ ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের আহ্বায়ক তথা অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার বৈঠকে বসেন তিপ্রা মোথা সুপ্রিমো প্রদ্যোৎ দেববর্মার সঙ্গে। আর সেই বৈঠকেই প্রদ্যোৎকে ধৈর্য ধরতে বললেন হিমন্ত। প্রসঙ্গত, ত্রিপুরার আদিবাসী অদ্যুষিত এলাকা নিয়ে আলাদা রাজ্যের প্রেক্ষিতে সাংবিধানিক সমাধানসূত্র বের করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসার ঘোষণা করেছিলেন প্রদ্যোৎ। এরপরই তাঁর সঙ্গে বৈঠক করেন হিমন্ত। শীঘ্রই তিপ্রা মোথার দাবি নিয়ে কেন্দ্র পদক্ষেপ করবে বলে আশ্বাস দেন হিমন্ত। এতেই প্রশ্ন উঠেছে, তবে কি ত্রিপুরা ভাগ করার পথেই এগোচ্ছে বিজেপি? (আরও পড়ুন: 'তাঁর ভুলভাল কথা আর শুনব না', মমতাকে চরম 'আল্টিমেটাম' ডিএ আন্দোলনকারীদের)

প্রদ্যোতের সঙ্গে বৈঠকের পর হিমন্ত বলেন, 'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে এবং নির্বাচনের আগে তিপ্রা প্রধানের সাথে দেখা করেছিলেন। সর্বোচ্চ স্তরে একের পর এক বৈঠক হয়েছে। গত সপ্তাহে প্রদ্যোৎ টুইট করে লিখেছিলেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং তাঁর টেলিফোনে কথোপকথন হয়েছে। এদিকে শপথগ্রহণের দিন আগরতলায় কথা বলার সময়, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে ত্রিপুরার আদিবাসী জনগণের সমস্যাগুলি দ্রুত সমাধান করার জন্য একটি রোড ম্যাপ রয়েছে ভারত সরকারের কাছে। এটা এখন শুধুই ধৈর্যের প্রশ্ন। আমরা সবাই জানি ত্রিপুরার প্রতি প্রধানমন্ত্রীর কতটা ভালোবাসা আছে।'

আরও পড়ুন: '৪৮ ঘণ্টার ধর্মঘট হবে', সরকারকে নাস্তানাবুদ করতে বড় ছক ডিএ আন্দোলনকারীদের

হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ত্রিপুরার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে দেখছে। এদিকে ত্রিপুরা নিয়ে সাংবিধানিক 'সমাধান সূত্র' কবে নাগাদ বেরিয়ে আসতে পারে? এই প্রশ্নের জবাবে অবশ্য হিমন্ত বলেন, 'কোনও নির্দিষ্ট সময়কাল আমি বলতে পারব না।' এদিকে জানা গিয়েছে, তিপ্রা মোথার ছয় সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে হিমন্ত অমিত শাহের প্রতিনিধি হিসেবে বৈঠক করেন। এদিকে বৈঠকের পর প্রদ্যোৎ এক টুইট বার্তায় লেখেন, 'আজ আপনার আশ্বাস এবং বিবৃতির জন্য ধন্যবাদ হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ। আমরা আদিবাসীদের সমস্যার সমাধান করতে আগ্রহী এবং আমরা আনন্দিত যে প্রক্রিয়াটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শুরু হয়েছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও ধন্যবাদ জানাই। তিনি আমাদের তিপ্রাসা জনগণের সমস্যাগুলি সমাধান করার জন্য প্রচেষ্টা করছেন। তিপ্রাসরা একটি সুন্দর ভবিষ্যতের জন্য ঐক্যবদ্ধ থাকবেন এবং আমি আমাদের জনগণের জন্য সবকিছু ত্যাগ করতে রাজি।'

 

 

বন্ধ করুন