বাংলা নিউজ > ঘরে বাইরে > 'নতুন ভারতে ওয়াইসি,ঔরঙ্গজেবদের জন্য জায়গা নেই',তেলাঙ্গানায় দাঁড়িয়ে তোপ হিমন্তের

'নতুন ভারতে ওয়াইসি,ঔরঙ্গজেবদের জন্য জায়গা নেই',তেলাঙ্গানায় দাঁড়িয়ে তোপ হিমন্তের

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (ছবি সৌজন্যে এএআই) (ANI)

ওয়ারাঙ্গালে শিক্ষক ও বেকার যুবকদের সমর্থনে বক্তৃতা রাখার সময়ই ওয়াইসিকে তোপ দাগেন অসমের মুখ্যমন্ত্রী।

‘নতুন ভারতে ওয়াইসির জন্য কোনও স্থান থাকবে না’, তেলাঙ্গানাতে দাঁড়িয়েই এআইএমআইএম প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসিকে কড়া ভাষায় আক্রমণ করলেন অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার তেলাঙ্গানার ওয়ারাঙ্গালে বিজেপির এক দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন হিমন্ত। বিক্ষোভকারী শিক্ষক ও বেকার যুবকদের সমর্থনে বক্তৃতা রাখার সময়ই ওয়াইসিকে তোপ দাগেন অসমের মুখ্যমন্ত্রী।

হিমন্ত রবিবার বলেন, ‘নতুন ভারতে ওয়াইসি, ঔরঙ্গজেব এবং বাবরের জন্য কোনও জায়গা থাকবে না। নতুন ভারতে দেশবাসী নিজামদের ইতিহাস পড়বে না। সর্দার বল্লভভাই প্যাটেল, রানি রুদ্রমা দেবী এবং কাকতীয় রাজবংশের শাসকদের বিষয়ে জানবে দেশবাসী। যেভাবে সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করা হয়েছিল, রাম মন্দিরের নির্মাণ শুরু হয়েছিল। সেভাবেই এখানেও নিজামের নাম, ওয়াইসির নাম চিরতরে ভুলে যাবে। সেই দিন খুব বেশি দূরে নয়।’

হিমন্ত এদিন আরও বলেন, ‘আমাকে ফের একবার এখানে আসতে হবে। ২০২৩ সালে যখন বিজেপি তেলাঙ্গানায় ক্ষমতা দখল করবে, তখন আমি এখানে আবার আসব। জনগণের বিশ্বাস যে প্রধানমন্ত্রী মোদীর সমর্থনে তাঁরা এক নতুন তেলাঙ্গানা তৈরি করবেন। চাকরি দেওয়ার প্রতিশ্রুতি করেও তা ভুলে গিয়েছেন কে চন্দ্রশেখর রাও। কেসিআর শুধুমাত্র তাঁর পরিবারকে নিয়ে চিন্তিত। তেলাঙ্গানার মানুষকে নিয়ে তাঁর চিন্তা নেই। আমি তাঁকে অনুরোধ করব গতবছরের ১ মে থেকে ১০ মে পর্যন্ত টেলিভিশনে দেখার জন্য। নির্বাচনী প্রচারের সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ১ লক্ষ সরকারি চাকরি দেবেন। তিনি কি রাজ্য চালাচ্ছেন? নাকি ফার্ম হাউজ চালাচ্ছেন? আমার তো সন্দেহ হয়।’

বন্ধ করুন