প্রজাতন্ত্র দিবসের ভাষণে এবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত জওহরলাল নেহরুর প্রসঙ্গ টেনে ফের একবার আম্বেদকর ইস্যুতে সরব হলেন বিজেপির দাপুটে নেতা তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। রবিবার ডিব্রুগড়ে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বক্তব্য রাখছিলেন হিমন্ত। সেখানেই তিনি নেহরু ও আম্বেদকর প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন। তাঁর দাবি, গণপরিষদে আম্বেদকরের অন্তর্ভূক্তি চাননি নেহরু।
পূর্ব অসমের ডিব্রুগড়ে প্রজাতন্ত্র দিবসের দিনের ভাষণে হিমন্ত বিশ্বশর্মা বলেন,' নেহেরু, আম্বেদকরকে সমস্যাজনক হিসাবে অভিহিত করেছিলেন এবং তাঁকে গণপরিষদ থেকে দূরে রাখার চেষ্টা করেছিলেন। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হিসেবে নেহেরু একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ স্যার আইভর জেনিংসের নাম ঠিক করেছিলেন।' এরইসঙ্গে বিশ্বশর্মা বলেন,' মহাত্মা গান্ধীই আম্বেদকরের অতুলনীয় যোগ্যতা এবং দক্ষতার প্রতি আস্থা রেখেছিলেন এবং নেহরুর অবস্থানের বিরোধিতা করেছিলেন। গান্ধীর সিদ্ধান্ত যে ঠিক তা প্রমাণ করে, আম্বেদকরের নেতৃত্বে খসড়া কমিটি ভারতকে যে সংবিধান দিয়েছে, তাতে থাকা ন্যায়বিচার, সমতার নীতি।' হিমন্ত বিশ্বশর্মার দাবি, গণপরিষদে আম্বেদকরের অন্তর্ভূক্তিও কম চ্যালেঞ্জের ছিল না। এই পরিষদের জন্য যে ২৯৯ জনকে নির্বাচিত করা হয়েছিল তার মধ্যে আম্বেদকর প্রথমে ছিলেন না বলে দাবি করেছেন হিমন্ত। এই প্রসঙ্গে বক্তব্য় রাখতে গিয়ে তিনি পূর্ববঙ্গের যোগেন্দ্রনাথ মণ্ডলের কথা তুলে ধরেন। হিমন্ত তাঁর ভাষণে বলেন,' পূর্ববঙ্গের দলিত নেতা যোগেন্দ্র নাথ মন্ডল আম্বেদকরকে তাঁর নিজের জায়গায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়ার পরেই তিনি এই ঐতিহাসিক প্রক্রিয়ার অংশ হওয়ার সুযোগ পান।'
উল্লেখ্য, আম্বেদকর ইস্যুকে কেন্দ্র করে সংসদের বিগত অধিবেশনে কংগ্রেস তুমুল প্রতিবাদের ঝড় তোলে অমিত শাহের এক মন্তব্যকে ঘিরে। সংসদে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন,' এখন একটা ফ্যাশন হয়েছে আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, এতবার যদি ভগবানের নাম নেওয়া হত, তাহলে ৭ জন্ম পর্যন্ত স্বর্গ পেয়ে যেতেন।' অমিত শাহের সেই মন্তব্যের পর থেকেই ক্ষোভে ফুঁসেছে কংগ্রেস সহ বহু বিরোধী শিবির। সেই ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগেরও দাবি করেন বিরোধীরা। আর সেই প্রসঙ্গে কংগ্রেসের নাম না করে প্রজাতন্ত্র দিবসের সমারোহের ভাষণে বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তুললেন আম্বেদকর প্রসঙ্গ। তাঁর ভাষণে উঠে এল আম্বেদকরের প্রতি নেহরুর মনোভাব নিয়ে বিস্ফোরক দাবি।