বাংলা নিউজ > ঘরে বাইরে > Himanta Vs Sisodia: মানহানির মামলার হুঁশিয়ারি, PPE দুর্নীতিতে অসমের মুখ্যমন্ত্রী বনাম দিল্লির উপ-মুখ্যমন্ত্রী

Himanta Vs Sisodia: মানহানির মামলার হুঁশিয়ারি, PPE দুর্নীতিতে অসমের মুখ্যমন্ত্রী বনাম দিল্লির উপ-মুখ্যমন্ত্রী

অসম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা  (HT_PRINT)

অভিযোগ, ২০২০ সালে কোভিড মহামারি চলাকালীন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাঁর স্ত্রীর সংস্থাকে বেআইনি ভাবে পিপিই কিটের বরাত পাইয়ে দিয়েছিলেন। যদিও এই দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন হিমন্ত।

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান আম আদমি পার্টি নেতা মণীশ সিসোদিয়া শনিবার অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটি গুরুত্র অভিযোগ করলেন। সিসোদিয়ার অভিযোগ, ২০২০ সালে কোভিড মহামারি চলাকালীন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাঁর স্ত্রীর সংস্থাকে বেআইনি ভাবে পিপিই কিটের বরাত পাইয়ে দিয়েছিলেন। যদিও এই দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন হিমন্ত এবং তিনি সিসোদিয়াকে পালটা দেগে বলেছেন যে তিনি শীঘ্রই আপ নেতার বিরুদ্ধে মানহানির মামলা করবেন।

এর আগে সিসোদিয়া এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছিলন যে অসম সরকার যেখানে অন্য সংস্থা থেকে ৬০০ টাকায় এক এখটি পিপিই কিট কিনেছিল, সেখানে জরুরি অবস্থার ফায়দা তুলে অসমের বিজেপি নেতার স্ত্রী এবং তাঁর ছেলের সংস্থাকে বেশি দামে পিপিই কিটের বরাত দেওয়া হয়েছিল। যদিও হিমন্তের স্ত্রী রিনিকির সংস্থার নাকি এর আগে কোনও চিকিৎসা সরঞ্জাম তৈরির অভিজ্ঞতাই ছিল না।

এর আগে ‘দ্য ক্রস কারেন্ট’ নামক পোর্টালের সঙ্গে মিলে ‘দ্য ওয়্যার’ একটি খবর প্রকাশ করে দাবি করেছিল, কোভিড অতিমারির সময়কালে যে চারটি সংস্থাকে পিপিই কিটের বরাত দেওয়া হয়েছিল, তার মধ্যে তিনটি সংস্থারই যোগ ছিল হিমন্তের স্ত্রীর। রিপোর্টে দাবি করা হয়, কোভিড অতিমারির সময় পাঁচ হাজার পিপিই কিট সরবরাহ করার বরাত দেওয়া হয়েছিল জেসিবি ইন্ডাস্ট্রিজকে। এই সংস্থাটি রিনিকির। কোম্পানিটিকে টেন্ডারিং প্রক্রিয়া অনুসরণ না করেই জাতীয় স্বাস্থ্য মিশন-অসম এই অর্ডার দিয়েছিল। রিপোর্টে দাবি করা হয়, জেসিবি ইন্ডাস্ট্রিজ আগে কোনওদিন চিকিৎসা সরঞ্জাম তৈরি করেনি। তা সত্ত্বেও এই সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল সরকারের তরফে।

যদিও এই অভিযোগের প্রেক্ষিতে রিনিকি ভুইঞাঁ শর্মা টুইটারের একটি পোস্টে লেখেন, ‘এনএইচএমকে আমার পিপিই কিট সরবরাহের বিষয়ে একটি ভিত্তিহীন অভিযোগ করেছে দ্য ওয়্যার নামক একটি ওয়েবসাইট।’ তিনি জানান, ২০২০ সালে যখন করোনা অতিমারির ঢেউ আছড়ে পড়েছিল তখন অসমে একটিও পিপিই কিট ছিল না। তখন ‘অনেক কষ্ট’ করে পরিচিত ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে ১৫০০ পিপিই কিট জোগাড় করেছিলেন। হিমন্ত পত্নীর দাবি, কর্পোরেট সামাজিক দায়িত্ব পালন করতেই সেই পিপিই কিট দিয়েছিলেন এনএইচএমকে। তাঁর দাবি পিপিই কিটের সরবরাহের জন্যে এক পয়সাও নেননি। এরপরও সিসোদিয়ার এই অভিযোগের প্রেক্ষিতে হিমন্ত বিশ্ব শর্মা মানহানি মামলা রুজুর হুঁশিয়ারি দিল।

ঘরে বাইরে খবর

Latest News

‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী? হুগলির দইয়ের পর ঘুগনিতে মজলেন রচনা! উঠল 'মন থেকে' রাজনীতি করা নিয়ে কথা উপোস করা, আস্তে ঘণ্টা বাজানো: বিশ্বের কোন প্রান্তে কীভাবে গুড ফ্রাইডে পালিত হয় আগামিকাল কেমন কাটবে আপনার? কারা পাবেন ভালো খবর? কী বলছে ২৯ মার্চের রাশিফল রাজ্যে BJP ৩৬টা আসন পেলে ৬ মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব: শুভেন্দু ‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে’, বেজিংকে ধারালো জবাব দিল্লির BJP নয়, CPMই আসলে সাম্প্রদায়িক, কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু IPL-এ এখনই পাওয়া যাবে না সূর্যকে- হার্দিকের চিন্তা বাড়িয়ে সামনে এল বড় আপডেট কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.