বাংলা নিউজ > ঘরে বাইরে > Hindenburg Research Update: এবার শেয়ার বাজারে জালিয়াতির অভিযোগ উঠতে পারেন হিন্ডেনবার্গ প্রতিষ্ঠার বিরুদ্ধেই: রিপোর্ট

Hindenburg Research Update: এবার শেয়ার বাজারে জালিয়াতির অভিযোগ উঠতে পারেন হিন্ডেনবার্গ প্রতিষ্ঠার বিরুদ্ধেই: রিপোর্ট

এবার শেয়ার বাজারে জালিয়াতির অভিযোগ উঠতে পারেন হিন্ডেনবার্গ প্রতিষ্ঠার বিরুদ্ধেই

আদানিকে নিয়ে এই হিন্ডেনবার্গের রিপোর্টের জেরে এক ধাক্কায় আদানি গোষ্ঠীর সব শেয়ারেই ধস নেমেছিল। এরই সঙ্গে সার্বিক ভাবে ভারতের শেয়ার বাজারেও ধাক্কা লেগেছিল। এহেন হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিষ্ঠাতা ন্যাথান অ্যান্ডারসনের বিরুদ্ধে উঠতে পারে শেয়ার জালিয়াতির অভিযোগ।

'হেজ ফান্ড'-এর সঙ্গে মিলে নির্দিষ্ট সংস্থাকে নিশানা করতেন হিন্ডেনবার্গ রিসার্চের ন্যাথান অ্যান্ডারসন। এমনই দাবি করা হয়েছে রিপোর্টে। কানাডার ওন্টারিওর আদালতে জমা দেওয়া এক নথির ভিত্তিতে এই দাবি করা হচ্ছে। এই আবহে হিন্ডেনবার্গের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে শেয়ার বাজার কারচুপির অভিযোগ এনে তদন্ত হতে পারে বলে দাবি করা হচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণা করেছিলেন ন্যাথান অ্যান্ডারসন। প্রসঙ্গত, আদানিকে নিয়ে এই হিন্ডেনবার্গের রিপোর্টের জেরে এক ধাক্কায় আদানি গোষ্ঠীর সব শেয়ারেই ধস নেমেছিল। এরই সঙ্গে সার্বিক ভাবে ভারতের শেয়ার বাজারেও ধাক্কা লেগেছিল। এহেন হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিষ্ঠাতা ন্যাথান অ্যান্ডারসন বলেছেন, তিনি এই সংস্থা বন্ধ করতে চলেছেন। উল্লেখ্য, ২০১৭ সালে এই সংস্থা চালু করেছিলেন তিনি।

সম্প্রতি ন্যাথান দাবি করেন, কোনও হুমকির কারণে বা কোনও শারীরিক অসুস্থতার কারণে তিনি হিন্ডেনবার্গ বন্ধ করছেন না। তিনি দাবি করেন, হিন্ডেনবার্গের এই কাজ করতে গিয়ে তিনি জীবনে অনেক কিছু থেকে বঞ্চিত থেকেছেন। তাঁর কাছের মানুষের সঙ্গে তিনি সময় কাটাতে পারেননি। সব সময়ই তিনি কাজে মন দিয়েছেন। তবে এবার তিনি হিন্ডেনবার্গকে জীবনের মধ্যমণি করে রাখবেন না। এটা তাঁর জীবনের এক অধ্যায় মাত্র।

এর আগে হিন্ডেনবার্গ রিপোর্টে দাবি করা হয়েছিল, বিদেশে বেনামি সংস্থা খুলে নিজেদের শেয়ার নিজেরাই কিনে নিত আদানি গোষ্ঠী। এভাবে বাজারে ভুয়ো চাহিদা সৃষ্টি করে শেয়ারের দাম চড়ানো হত। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে এসেছে আদানি গোষ্ঠী। উলটে তাদের অভিযোগ ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চ তার 'মিথ্যা' রিপোর্টের মাধ্যমে কোম্পানিকে অপদস্থ করার চেষ্টা করছে। এদিকে ২০২৪ সালের এক রিপোর্টে হিন্ডেনবার্গের রিপোর্টে অভিযোগ করা হয়েছিল, আদানিদের সঙ্গে যুক্ত বিদেশি ফান্ডে বিনিয়োগ করেছিলেন সেবি প্রধান এবং তাঁর স্বামী। তাদের দাবি ছিল, সেবি প্রধান মাধবী পুরী বুচ এবং তাঁর স্বামীর অংশিদারিত্ব রয়ছে বারমুডা ও মরিশাসের অখ্যাত অফশোর ফান্ডে। আদানিদের সঙ্গে সেই ফান্ডের যোগ আছে। ২০১৭ সালে মাধবী সেবির পূর্ণ সদস্য হওয়ার আগে নাকি তাঁর স্বামী এই বিনিয়োগ পুরোপুরি নিজের নামে করার আবেদন জানিয়েছিলেন। যাতে মাধবীর বিরুদ্ধে কোনও তদন্ত না হয়।

হিন্ডেনবার্গের রিপোর্টে আরও অভিযোগ করা হয়েছিল, একটি মাল্টিলেয়ার অফশোর স্ট্রাকচারের মাধ্যমে এই বিনিয়োগ করা হয়েছে। এই আবহে বিনিয়োগের বৈধতা এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে তারা। হিন্ডেনবার্গ দাবি করে, সেবি প্রধান মাধবী পুরী বুচ এবং তাঁর স্বামীর অংশিদারিত্ব রয়ছে বারমুডা ও মরিশাসের অখ্যাত অফশোর ফান্ডে। এই বিনিয়োগ নাকি অঘোষিত। ২০১৫ সালে এই বিনিয়োগ করা হয়েছিল। এদিকে ২০১৭ সালে মাধবী সেবির পূর্ণ সদস্য হিসেবে নিযুক্ত হয়েছিলেন। ২০২০ সালের মার্চ মাসে সেবির চেয়ারপার্সন হিসাবে তাঁর পদোন্নতি হয়। এদিকে ২০২৪ সালে মার্কিন শেয়ার শর্ট সেলার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ আরও দাবি করেছিল, আদানি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ৩১ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২৬০০ কোটি) বাজেয়াপ্ত করা হয়েছে সুইৎজারল্যান্ডে। সেই দেশেরই সংবাদমাধ্যমের খবর উদ্ধৃত করে এই দাবি করে হিন্ডেনবার্গ। তবে সেই দাবি খারিজ করে পালটা বিবৃতি প্রকাশ করেছিল আদানি গোষ্ঠী।

হিন্ডেনবার্গ রিসার্চের অভিযোগ ছিল, সুইৎজারল্যান্ডের ৬টি ব্যাঙ্কের বিভিন্ন অ্যাকাউন্টে ছিল ৩১ কোটি মার্কিন ডলার। সেই অ্যাকাউন্টগুলি থেকে এই টাকা বাজেয়াপ্ত করেছে সেই দেশেরই সরকার। রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে বেআইনি ভাবে শেয়ার ও অর্থ লেনদেন সংক্রান্ত এক তদন্তের প্রেক্ষিতে এই পদক্ষেপ করেছে সুইৎজারল্যান্ডের কর্তৃপক্ষ। হিন্ডেনবার্গের অভিযোগ ছিল, গৌতম আদানির শিল্প গোষ্ঠীর সঙ্গে যুক্ত এক ব্যক্তি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, মরিশাস এবং বারমুডার আর্থিক সংস্থায় বিনিয়োগ করেছিলেন। আর উলটে সেই সংস্থাগুলি প্রায় পুরো টাকাই লগ্নি করেছিল আদানি গোষ্ঠীর সংস্থাগুলিতে। সেই বিনিয়োগকারীর ২৬০০ কোটি টাকাই নাকি সুইস ব্যাঙ্ক থেকে বাজেয়াপ্ত করা হয়।

পরবর্তী খবর

Latest News

অক্টোবরেই আরও ৭% DA বাড়তে পারে রাজ্য সরকারি কর্মীদের! ক্ষোভ কমবে কিছুটা? পুরুষদের দুর্বল স্পার্মের কারণেও সমস্যা হয়…, ৪০এর পর মা হয়ে ঠিক কী বললেন ফারহা? হারতেই সোজা LSG-র সাজঘরে গোয়েঙ্কা, গম্ভীর মুখে মালিকের কথা শুনলেন ক্রিকেটাররা ১২ বছর বয়সেই শোওয়ার ঘরে পারমাণবিক ফিউশন চুল্লি বানায় খুদে! বাড়িতে হাজির FBI ব্রতের উপোসের সময় মশলাদার কিছু খেতে ইচ্ছে করছে? বানিয়ে ফেলুন পটেটো বাইটস DC-কে ম্যাচ জেতানোর পর ভিডিয়ো কল গুরুর, তাঁকেই সেরার পুরস্কার উৎসর্গ আশুতোষের আজ রাতে ১ মিনিট ব্ল্যাকআউট থাকবে বাংলাদেশ! কেন জানেন? লন্ডনে উলটো দিকে হাঁটলেন মুখ্যমন্ত্রী, সত্যিই কি এভাবে হাঁটলে শরীর ভালো থাকে পঞ্চকে সূর্যগ্রহণ শনির গোচর ও অমাবস্যার সংযোগ, ভুলেও করবেন না এই কাজগুলি ‘মার্কিন যুক্তরাষ্ট্র, চিন সবাই ফেল, ১০ বছরে অর্থনীতির বৃদ্ধির হারে সেরা ভারত’

IPL 2025 News in Bangla

হারতেই সোজা LSG-র সাজঘরে গোয়েঙ্কা, গম্ভীর মুখে মালিকের কথা শুনলেন ক্রিকেটাররা অক্ষর টস জিততেই তাঁর উপর জোর করে প্রথমে ব্যাটিং চাপাতে চেয়েছিলেন পন্ত- ভিডিয়ো 'মিনি হার্ট অ্যাটাক' হতেই থাকবে, দিল্লি সমর্থকদের নিশ্চিন্ত হতে মানা করলেন অক্ষর ‘সিঙ্গল নাও, ছক্কা হাঁকিয়ে ম্যাচ ফিনিশ করে দেব’, ১১ নম্বরের কাছে মিনতি আশুতোষের এই প্রথম '২০০ টপকে' হারল LSG, সর্বাধিক রান তাড়া করে ম্যাচ জয়ের নতুন রেকর্ড DC-র দিল্লিকে জিতিয়ে সুইচ হিট সেলিব্রেশন আশুতোষের, আঙুল তুলে কাকে বার্তা দিতে চাইলেন? রুদ্ধশ্বাস জয়ে পয়েন্ট তালিকার সেরা ৪-এ দিল্লি, শীর্ষে রয়েছে কারা? KKR কত নম্বরে? গোয়েঙ্কা ওয়েট করছেন! পন্তের ভুলে LSG হারতেই মিমের বন্যা, নেটপাড়া বলল ‘সামলে….’ IPL- ‘আমি জানতাম ম্যাচ জিতিয়ে দেব’, বিধ্বংসী ব্যাটিংয়ে LSGকে উড়িয়ে বললেন আশুতোষ বড় নামেদের ব্যর্থতার ভিড়ে, অঙ্ক কষে লড়াই আশুতোষের, একা ম্যাচ জেতালেন দিল্লিকে

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.