বাংলা নিউজ > ঘরে বাইরে > পাকিস্তানে বিয়ের মণ্ডপ থেকে হিন্দু যুবতীকে অপহরণ করে ধর্মান্তরণ করাল দুষ্কৃতীরা

পাকিস্তানে বিয়ের মণ্ডপ থেকে হিন্দু যুবতীকে অপহরণ করে ধর্মান্তরণ করাল দুষ্কৃতীরা

ভারতী ও শাহরুখ। সামাজিক মাধ্যম থেকে পাওয়া ছবি।

ফের পাকিস্তানে হিন্দু তরুণীকে তুলে নিয়ে গিয়ে মুসলিম যুবকের সঙ্গে জোর করে বিয়ে দেওয়ার অভিযোগ। এবার একেবারে বিয়ের মণ্ডপ থেকে অপহরণ করা হল ভারতী নামে ২৪ বছর বয়সী ওই তরুণীকে। ঘটনা পাকিস্তানে সিন্ধু প্রদেশের মোতিয়ারি জেলার।

করাচি থেকে ২১৫ কিলোমিটার দূরে হালা শহরের বাসিন্দা কিশোর দাসের মেয়ে ভারতীর বিয়ে হচ্ছিল স্থানীয় এক যুবকের সঙ্গে। তখনই বিয়েবাড়িতে ঢুকে পড়ে বেশ কয়েকজন যুবক। ভারতীকে তুলে নিয়ে যায় তারা। গত ১ ডিসেম্বর তাঁকে ইসলামে ধর্মান্তরিত করে বিয়ে দেওয়া হয়। ভারতীর ধর্মান্তরণের নথি ও শাহরুখ গুল নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ধর্মান্তরণের পর তাঁর নাম রাখা হয় বুশরা।

ভারতীকে গত ১ ডিসেম্বর করাচির কাছে আলমা মহম্মদ ইউসুফ বানুরি শহরে জামিয়াত উল উলুম ইসলামিয়াতে ধর্মান্তরিত করা হয়েছে। তাঁর ধর্মান্তরণকে স্বীকৃতি দিয়েছেন মুফতি আবু বকর সইদ উর রহমান। তাঁর বর্তমান ঠিকানা সেখানে লেখা হয়েছে করাচি শহরের গুলসন এলাকা।


বন্ধ করুন