বাংলা নিউজ > ঘরে বাইরে > বাক্সে হিন্দু প্রেমিকার দেহ,পাশে রাখা মাথাটা, শ্রদ্ধাকাণ্ডের ছায়া বাংলাদেশেও

বাক্সে হিন্দু প্রেমিকার দেহ,পাশে রাখা মাথাটা, শ্রদ্ধাকাণ্ডের ছায়া বাংলাদেশেও

অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সংগৃহীত ছবি

আবু বকর একটি ট্রান্সপোর্ট কোম্পানিতে চাকরি করত। এদিকে গত ৬ নভেম্বর থেকে ওই যুবক কাজে আসছিলেন না। ট্রান্সপোর্টের মালিক এরপর এক কর্মীকে আবু বকরের খোঁজে তার ঘরে পাঠিয়েছিলেন। কিন্তু সেখানে দেখা যায় তার ভাড়া ঘর তালাবন্ধ।

দিল্লিতে শ্রদ্ধা ওয়াকারের হত্যাকাণ্ডের রেশ এখনও ফুরোয়নি। ৩৫ টুকরো করে লিভ ইন পার্টনারের দেহ ছড়িয়ে দিয়েছিল আফতাব পুনাওয়ালা। এবার তেমনই ঘটনা ঘটল বাংলাদেশে। সূত্রের খবর, প্রতিবেশী বাংলাদেশে এবার এক হিন্দু ধর্মের তরুণীকে কেটে টুকরো করে ফেলার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। লিভ ইন পার্টনারকে সঙ্গে নিয়ে তিনি এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ। বাংলাদেশের Rapid Action Army আবু বকর নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। বান্ধবীকে খুন করে টুকরো করে কেটে ফেলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

বাংলাদেশের মিডিয়া সূত্রে খবর, আবু বকর নামে ওই যুবক স্বপ্না বলে এক তরুণীর সঙ্গে লিভ ইন করতেন। আবার কবিতা রানি নামে মহিলার সঙ্গেও তার সম্পর্ক ছিল। কিন্তু কীভাবে বিষয়টি ধরা পড়ল?

আবু বকর একটি ট্রান্সপোর্ট কোম্পানিতে চাকরি করত। এদিকে গত ৬ নভেম্বর থেকে ওই যুবক কাজে আসছিল না। ট্রান্সপোর্টের মালিক এরপর এক কর্মীকে আবু বকরের খোঁজে তার ঘরে পাঠিয়েছিলেন। কিন্তু সেখানে দেখা যায় তার ভাড়া ঘর তালাবন্ধ। এরপর পুলিশ এসে ঘরের তালা ভাঙে। আর দরজা খুলতেই একেবারে ভয়াবহ দৃশ্য।

পলিথিনে মোড়া তরুণীর দেহ। সেটি একটি বাক্সের মধ্য়ে ভরা ছিল। আর তার মাথাটা আলাদা করে রাখা রয়েছে। তবে দেহের সঙ্গে হাতদুটো ছিল না। সেগুলি পাওয়া যায়নি। একেবারে শিউরে ওঠা ছবি। মৃতের নাম কবিতা রানি।

পুলিশ আবু বকর ও তার লিভ ইন পার্টনার স্বপ্নাকে গ্রেফতার করেছে।পুলিশ জানিয়েছে আবু বকর ও স্বপ্না গত চারবছর ধরে একসঙ্গেই থাকছিলেন। সম্প্রতি আবু বকরের সঙ্গে কবিতার আলাপ হয়। কিন্তু সেই কবিতাকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল এবার।

 

বন্ধ করুন