ঋতেশ মিশ্র
রাষ্ট্রীয় স্বংয়সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত মঙ্গলবার জানিয়ে দিলেন, যাঁরা ভারতকে তাঁদের মা বা মাতৃভূমি হিসাবে বিশ্বাস করেন ও বৈচিত্রের এই সংস্কৃতির মধ্যে থাকতে চান তাঁরাই হিন্দু।
তিনি জানিয়েছেন,দেশ ঐক্য চায়। দেশের বৈচিত্রের মধ্যে ঐক্য ভারতের মহান আদর্শ। ছত্তিশগড়ের অম্বিকাপুরে আরএসএসের একটি অনুষ্ঠানে, সকলকে ঐক্যবদ্ধ করাটাই হিন্দুত্বের বোধ।
আরএসএস প্রধান মোহন ভাগবত জানিয়েছেন, সেই ১৯২৫ সাল থেকে বলে আসছি। যিনি ভারতকে তাঁর মা ও মাতৃভূমি হিসাবে বিশ্বাস করেন তাঁকে হিন্দু বলে গণ্য করা যায়। যিনি একটি বৈচিত্রের দেশে বাস করতে চান ও বৈচিত্রের দেশে থাকতে চান তিনি হিন্দু। তিনি যে কোনও ধর্মের বা আদর্শের হতে পারেন, যে কোনও ভাষায় কথা বলতে পারেন, যেকোনও পোশাক পরতে পারেন তাঁদেরকে হিন্দু বলে গণ্য় করা যায়। একটাই মাত্র আদর্শ রয়েছে যেখানে বৈচিত্রের মধ্যে ঐক্যেকে বিশ্বাস করা হয়।
তিনি বলেন, আরএসএস যখন সংগঠন শুরু করেছিল তখনও ঐক্যে বিশ্বাস করত। এভাবেই মানুষের আস্থা অর্জন করেছে সংগঠন।আমরা সবসময় বিশ্বাস করি যাঁরা আরএসএস শাখায় আসেন তাঁরা মাতৃভূমির। আমরা কখনই শ্রেণি বা জাতের কথা উল্লেখ করি না।এনিয়ে দ্বিতীয়বার ছত্তিশগড়ে এলেন আরএসএস প্রধান। প্রয়াত বিজেপি এমপি দিলীপ সিং জুদেওর মূর্তির উন্মোচন করেন। তিনি ঘরওয়াপসি নামে আদিবাসীদের ফের খ্রীষ্টান ধর্ম থেকে নিজের ধর্মে ফিরিয়ে আনার উদ্যোগ নিতেন।