বাংলা নিউজ > ঘরে বাইরে > Hinduja Family: হিন্দুজা পরিবারের ঝগড়ায় ইতি পড়ল, 'একসঙ্গে চলব'

Hinduja Family: হিন্দুজা পরিবারের ঝগড়ায় ইতি পড়ল, 'একসঙ্গে চলব'

শ্রীচাঁদ হিন্দুজার কন্যা বিনু হিন্দুজা। Photographer: Chris J. Ratcliffe/Bloomberg (Bloomberg)

হিন্দুজা পরিবারের মুখপাত্র জানিয়েছেন, আজকের সিদ্ধান্ত এসসি হিন্দুজার দেখভালের ক্ষেত্রে কোনও প্রভাব ফেলবে না। পরিবার সমস্ত ক্ষেত্রে, ব্যবসা চালানোর ক্ষেত্রে ঐক্যবদ্ধ রয়েছে। আগামী দিনে ঐক্যবদ্ধভাবে পথ চলার ক্ষেত্রে অঙ্গীকার করেছে গোটা পরিবার।

দীর্ঘদিন ধরে পরিবারের শরিকদের সঙ্গে বিবাদ। এবার আইনি প্রক্রিয়ার মধ্যে সেই দীর্ঘ বিবাদে ইতি টানতে চলেছেন ভারতের ধনকুবের হিন্দুজা পরিবার। গোটা বিশ্বজুড়ে তাদের ব্যবসার ভবিষ্যৎ কী হবে তা নিয়েই এবার নিষ্পত্তি হচ্ছে লন্ডনের আদালতে।

৮৬ বছর বয়সী শ্রীচাঁদ হিন্দুজার শারীরিক পরিস্থিতিকে কেন্দ্র করে মামলা কেন্দ্রীভূত হয়েছিল।শ্রীচাঁদের ছোট ভাই ৮২ বছর বয়সী গোপীচাঁদ শ্রীচাঁদের স্ত্রী মধু ও তাঁর কন্য়াদের পাওয়ার অফ অ্যাটর্নির বৈধতা নিয়ে ও দীর্ঘস্থায়ীত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

তবে হিন্দুজা পরিবারের পক্ষ থেকে ইমেল বিবৃতিতে এক মুখপাত্র জানিয়েছেন,শ্রীচাঁদের স্বাস্থ্য ও কল্যাণের নিরিখে হিন্দুজা পরিবারের বিষয়টি নিজেদের মধ্যে আপোস মিমাংসা হয়েছে। সমস্ত বিষয়টি ব্যক্তিগত বিষয় হিসাবেই থাকা উচিত। গোটা বিষয়ের মিমাংসা হয়ে গিয়েছে সবপক্ষের মধ্যে।

ব্যাঙ্কিং, কেমিক্যাল, হেলথকেয়ার সহ বিভিন্ন ক্ষেত্রে হিন্দুজা পরিবারের ব্যবসা রয়েছে। প্রায় ২০০,০০০ মানুষকে কর্মসংস্থান দিয়েছে এই গোষ্ঠী। চলতি বছরের সর্বোচ্চ ধনসম্পদের তালিকায় রয়েছে হিন্দুজা পরিবার,শ্রীচাঁদ, গোপীচাঁদ। সানডে টাইমসের ইউকের ধনীদের তালিকায় রয়েছেন তাঁরা। তাঁদের সম্পদের পরিমাণ ২৮ বিলিয়ন পাউন্ডেরও বেশি।

হিন্দুজা পরিবারের মুখপাত্র জানিয়েছেন, আজকের সিদ্ধান্ত এসসি হিন্দুজার দেখভালের ক্ষেত্রে কোনও প্রভাব ফেলবে না। পরিবার সমস্ত ক্ষেত্রে, ব্যবসা চালানোর ক্ষেত্রে ঐক্যবদ্ধ রয়েছে। আগামী দিনে ঐক্যবদ্ধভাবে পথ চলার ক্ষেত্রে অঙ্গীকার করেছে গোটা পরিবার। 

বন্ধ করুন