'প্রধানমন্ত্রীর বিদায়ের পরে বাংলাদেশে হিন্দুদের উপরে প্রতিশোধমূলক হামলা চালানো হচ্ছে'- এমনই শিরোনাম দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করার অভিযোগ উঠল মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে। দাবি করা হয়েছে যে ওরকম শিরোনামের জন্য রোষের মুখে পড়ে তড়িঘড়ি ভুল শুধরে নিয়েছে মার্কিন সংবাদমাধ্যম। কিন্তু অন্যান্য সময় যে কাজটা করে থাকে নিউ ইয়র্ক টাইমস, এবার সেটা করা হয়নি বলে অভিযোগ উঠেছে। নেটিজেনদের বক্তব্য, সাধারণত কোনও ভুল শুধরে নেওয়া হলে সংশ্লিষ্ট প্রতিবেদনের নীচে সেটার উল্লেখ করা হয়ে থাকে। কিন্তু এবার সেটা করা হয়নি। চুপচাপ ‘প্রতিশোধমূলক’ শব্দটা বাদ দিয়ে দেওয়া হয়েছে শিরোনাম থেকে। যদিও বিষয়টি নিয়ে মার্কিন সংবাদমাধ্যমের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
কিন্তু ‘প্রতিশোধমূলক’ শব্দে আপত্তি কেন?
নেটিজেনদের বক্তব্য, ‘প্রতিশোধমূলক’ শব্দের কারণে মনে হচ্ছিল যে আসলে হিন্দুরা দোষী। শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, সেইসময় সংখ্যাগুরুদের উপরে হামলা চালাতেন হিন্দুরা। আর এখন হাসিনার জমানা শেষ হওয়ার পরে হিন্দুদের উপরে পালটা হামলা চালাচ্ছেন সংখ্যালঘুরা। নেওয়া হচ্ছে ‘প্রতিশোধ’।
চটে গিয়েছেন নেটিজেনরা
এক নেটিজেন বলেন, ‘খবরের আড়ালে ওরা এইসব করে থাকে।’ একজন আবার বলেন, ‘রোষের মুখে পড়ে ওরা শিরোনাম পালটে দিয়েছে।’ একজন দাবি করেন যে ‘শিরোনামটাই শুধু পালটে দিয়েছে। ভিতরের এমনভাবে লেখা হয়েছে যে ঘুরিয়ে-ফিরিয়ে হিন্দুদের দোষারোপ করা হয়েছে।’ এক নেটিজেন বলেন, 'ওরা আগে থেকে দুটি শিরোনাম তৈরি করে রেখেছিল।'
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ
গত সোমবার হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের উপরে হামলার অভিযোগ উঠেছে। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, যশোরের বিভিন্ন প্রান্তে হিন্দুদের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। লাগিয়ে দেওয়া হয়েছে আগুন। চলেছে ডাকাতি। অভয়নগর, বাঘারপাড়ার মতো উপজেলায় সেইসব ঘটনা ঘটেছে।
ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলুকুমার সাহা জানিয়েছেন, যা ঘটনা ঘটছে, তাে এলাকার হিন্দুরা ভয় সিঁটিয়ে আছেন। মন্দিরে হামলা চালানো হচ্ছে। ভাঙচুর চালানো হচ্ছে বাড়িতে। পরিস্থিতি এমন হয়েছে যে ছোট-ছোট দল তৈরি করে নিজেরাই এলাকায় পাহারা দিচ্ছেন বলে জানিয়েছেন বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তাঁর বাড়িতেও হামলা চলেছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।